টপিকঃ আমি বাঙ্গালী

আমি বাঙ্গালী
গিনি
আমি বাঙ্গালী!
জানিনা বাংলা নামের উতস্য।
চেয়ে দেখিনি বাঙ্গালির বস্ত্র,
ভোজন, পুথি, মাটির ঘর।
শুনিনি ভাটিয়ালি, ভাওয়াইয়া, মলয়, ঝুমুর।
কিন্তু রবিন্দ্রনাথ পড়িনি।
জানিনা ঈশ্বরচন্দ্র, শরৎচন্দ্র, বঙ্কিম,
কায়কোবাদ, ক্ষুদিরাম, সুবাস বোস, জগদিস বসু।
দেখিনি পাল কোন গোপাল।
চন্দিদাস আর বৌদ্ধ কারা?
চারযাপদ কি?
বাংলা ব্যকারনের ম্যান্যেল কে!
রাখালচন্দ্রের বঙ্গের আদি কথা কেমন।
বুঝিনি শেখ মুজিবর রহমান কেন!
জানতে চাইনি সেই চিৎকার
যার হাক দিতে দিতে প্রান দিল
কত বাংলায় জীবন
“জাগো ও ও ও, জাগো
বাঙালি জাগো”।