টপিকঃ ছিনতাইকারীর রাজ্য

ছিনতাইকারীর রাজ্য
গিনি

কিসের আসায় গড়েছি সমাজ?
শান্তির, নিশ্চয় শান্তির!
কিন্তু শান্তি দিয়েছে গা ঢাকা।
এখন ছিনতাইকারীর স্বর্গ রাজ্য্,
ধন, সম্পদ, সম্ভ্রম, সম্মান,
বিশ্বাস, পরিধান,
সকলই কেরেছে দলে ।
যে ছিনায়, তারি সাথে হয় বোঝাপড়া,
অনিষ্টের হয় জয়।
তবে কি করে বাঁচবে মাথা উচু করে?
এবার তবে অন্য সমাজ গড়ো,
মনে রাখো এ বিদ্যুতের যুগে
দিন রাত্রি সব এক।
অরাজাগতায় হারাবে সব
যে দিন তুমি নিজেই হবে ছিনতাই,
সেদিন যতই কর চেষ্টা
হবে ঘটা আরেক।