টপিকঃ ধর্ষণ অ সংস্কৃতি

ধর্ষণ অ সংস্কৃতি
গিনি

খবরে দেখলাম বর্তমান রেপ অপ সংস্কৃতি উপর এক আইন অজ্ঞ এর নিকট মতামত চাওয়া হইলো, আসলে যা করা উচিত ছিল সমাজ বিজ্ঞানীর। যেখানে দেশের সাংবাদিক জানেন না যে কে সঠিক বিশেষজ্ঞ সেখানে এমন অপ কর্ম হবে তা বলা বাহুল্য।

সাধারন ভাবে সকলেই দোষ দেন ছায়াছবি, ভারতের টি ভি নাটক, আর বিচার দীর্ঘ সূত্রিতা কে। কিন্তু তারা একটা বিষয় লক্ষ্য করেন না যে , যে সকল দেশে মানুষ প্রায় নগ্ন হাটে, উন্মুক্ত ছায়াছবি দেখে, মদ একটি সহজ প্রাপ্য বস্তু সে সব দেশে এই অপরাধ ও খুব কম। কারণ।

কারণ প্রতিটি মানুষের সঠিক পরিচয় আছে। জন্ম নিব্ধন আছে। কর দায়িত্ব আছে। উচ্চ শিক্ষিত পুলিশ আছে। সম্পদের হিসাব আছে।

এই বিষয় গুলি এখানে নাই, কিন্তু আমরা প্রতাশা করি সব কিছু ঠিক হবে। তা কোনো দিন ও হবে না। শুধু ভাষণে বলা যাবে করতে হবে, জাগতে হবে কিন্তু দিনের শেষে সব একই থাকবে।

তাই মানুষ কে সঠিক পরিচয় দেন, কর আদায় করেন, সম্পদের হিসাব নেন আর শিক্ষিত পুলিশ গড়েন তবেই সুফল পাবেন।