টপিকঃ সময়ের পিছে
সময়ের পিছে
গিনি
ঘড়ি খানা নষ্ট হল।
কারিগর টা ঠিক করলো । কিন্তু ঠিক করতে তার দুই দিন লাগলো।
ঘড়ি চলছে। কিন্তু সময় টা দুই দিনের পূরানো।
যেমন মনে করা যাক দুইটি গাড়ি চলছে। একটা কিছুদূর গিয়ে একদিন থেমে থাকলো অন্যটি শুধু চলতেই ছিল। একদিন পর ঐ গাড়ি চলা শুরু করলো। ঠিক ঘড়ির বেলায় ও একই অবস্থা।