টপিকঃ চৈতী হাওয়া
চৈতী হাওয়া
গিনি
যদি তিনি উপায় দিতেন
তুমি কি হবে?
হতাম উষ্ণ চৈতী হাওয়া
নিতাম কেরে অনেক চাওয়া
তোমার ছোঁয়ায় কবে।
ভূবন জুরে ছোটা ছুটি
মেঘের শ্বাসে শ্বাসে,
উড়িয়ে নিতাম শীতল বারি
ফুলের ঝাড়ির বাসে।
যখন তুমি নিদ্রা ঘন
মাখতো সুধার পরশ,
ভালোবাসায় উজার করা
জীবন হত সরস।