টপিকঃ হিজলা ডোবার ধারে
হিজলা ডোবার ধারে
গিনি
কৈলেশ কনিকার নরম হাত খানি ধরিয়া ঐ হিজলা ডোবার ধারে হাটার সময় মৃদু একটু বাতাস খেলিয়া গেল। এখন ডোবার পারটি জীবন জাগার আহব্বান করিতেছে।
আজ কিছু যুবক জড়ো হইয়াছে আগামিদিনের খেলায় কি হইবে? সে আলচনা বেশ জমিয়া উঠে।
এ পারে উত্তেজনা আসিতেছে।
অ ফসল হওয়ার কারণ কিছু ব্যক্তির দ্বারা বাঁধ নিরমানের জন্য। তার বিচার হইবে এই ডোবার বট গাছের নীচে ।
তবে পরিস্থিতি টান টান।
এই রাতে যাত্রার মঞ্চ হইল। নর্তকী নাম করা। ভির বারিতেছে।
এক আনন্দ পরিবেশ।
গামছায় মুখ ঢাকা কয়েক জন, অজানা। কি ফিস ফিস করিতেছে।
ঐ পারে পথিকের গাঁ ছম ছম। খুন বা অঘটন কিছু একটা হইবে।
ডোবার পাড় খানি নিরব থাকে । জল রাশি সেই যে শান্ত , মাঝে মাঝে মৃদু হাওয়ায় দুলিয়া উঠে। সে নিরব থাকে দেয় না কোনো সাক্ষী। তাঁর জলের কাছে যদি কেউ জানিতে পারিত তবে সকল ইতিহাস সম্মুখে খোলাসা হইত।