টপিকঃ খুদ্র কথা

যদি বলি যে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধি সাথে তাল রেখে কৃষি ভূমি রক্ষার জন্য গ্রামের আবসান গুলি বহুতল হওয়া উচিৎ তবে সবাই হেসে উরিয়ে দিবেন কিন্তু এই কথাই যদি উরো জাহাজে করে এক জন সাদা চামড়া এসে বলেন তবে তা হবে বেদ বাক্য এবং বড় বড় প্রকল্প শুরু হবে। চিন্তা করে দেখেন বাংলার জন গন যে দেশেই যান তাদের কর্মের জন্য শীর্ষ স্থান পান শুধু নিজ দেশ ছাড়া।