সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (২৩-০৫-২০০৮ ১৭:৪২)

টপিকঃ রঙ্গীলা রা.বি.

Re: রঙ্গীলা রা.বি.

দেখা হয় নাই চক্ষু মেলিয়া ............:-? thinking thinking

"I know not with what weapons World War III will be fought, but World War IV
will be fought with sticks and stones."
    -Albert Einstein

Re: রঙ্গীলা রা.বি.

টাইটেল দেখে আমি তো ভাবলাম ললনাদের কোন ছবি হবে:D

Re: রঙ্গীলা রা.বি.

শেষের দুইটা হল জবা আর কৃষ্ণচুরা, কিন্তু হলুদ ফুলগুলার নামটা যেন কি? ভুলে গেছি। হলুদ ফুলের ছবিগুলা দেখে বুঝতেই পারিনি বাংলাদেশে তোলা:x।

Re: রঙ্গীলা রা.বি.

আমি , শিরনাম দেশে মনে করি রা বি এর কোন উৎসব হবে বোধহয়। tongue_smile
আহা , এ দেখি প্রকৃতির অকৃত্রিম রঙ। ধন্যবাদ।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: রঙ্গীলা রা.বি.

হলুদ ফুলের নাম রাধাচূড়া।

Re: রঙ্গীলা রা.বি.

আজ রা.বি থেকে দূরে... আপনার ক্যামেরার চোখে আবার দেখলাম... ধন্যবাদ।

Re: রঙ্গীলা রা.বি.

Re: রঙ্গীলা রা.বি.

রাধাচূড়া ছবিগুলো বেশী সুন্দর।

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নবাজ (২৪-০৫-২০০৮ ০০:০১)

Re: রঙ্গীলা রা.বি.

১১

Re: রঙ্গীলা রা.বি.

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১২

Re: রঙ্গীলা রা.বি.

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: রঙ্গীলা রা.বি.

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (২৪-০৫-২০০৮ ০৮:৩৮)

Re: রঙ্গীলা রা.বি.

১৫

Re: রঙ্গীলা রা.বি.

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

১৬

Re: রঙ্গীলা রা.বি.

ভুলে যান, আমি রাধা রে কৃষ্ণ মনে করেছি!:-?

১৭

Re: রঙ্গীলা রা.বি.

ছবিগুলো সুন্দর হইছে। কোডার ভাইরে অনেক অনেক ধন্যবাদ।

১৮

Re: রঙ্গীলা রা.বি.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকবার ঘুরেছি তবুও বার বার যেতে ভাল লাগে।সত্যি কথা বলতে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক গোছানো।আর স্মৃতিসৌধগুলো অসাধারণ।

১৯

Re: রঙ্গীলা রা.বি.

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)