টপিকঃ আলো আঁধারই
আলো আঁধারই
গিনি
ঋষির নিকট শিসঃ জানিতে চায়, " মহা জ্ঞানী, প্রশ্ন জাগে মনে, আলো বেশি না আঁধার?"
মহা জ্ঞানী," ব্রমাণ্ডেড় সকল কিছুই এক সমতায় রয়। যদি কেউ কম হয় তখন বেশীকে ছুটতে হয় কমের দিকে।
তাই আলো যত আঁধার তত।
আরেকটা বিষয় শুরু যেখানে শেষ সেখানে।
উন্মুক্ত কর মন, চিন্তা, হ্রদয়।
দেখো কেউ বড় বা ছোট নয়। শুধু তুমি যারে জান না তারে ভাবো অকর্মের।
যে সৈনিক যুদ্ধের শুরুতে প্রাণ হারালো , সে কি অহেতুক?
লক্ষ্য কর বাহিরের যে জগত আর মনের অন্তরালে যে জগত উহারা দুজনেই সীমাহীন। দুজনেই মুহহুরতে অতিত ও ভবিস্তে চলাচল করতে পাড়ে।"