টপিকঃ সড়ক দুর্ঘটনা এবং হত্যা

সড়ক দুর্ঘটনা এবং হত্যা
গিনি
যখন রাস্তা চিহ্নিত থাকে এবং সেখানে সঠিক পথ নির্দেশক, বাতি, লেইন, পথচারী চলাচল চিনহ ঠিক থাকে,যেখানে একই সড়কে দুই গতির যান চলে না, গবাদি পশু হাটে না, সড়ক কে খানা খন্দক থাকে না কিন্তু এর পরও যে সংঘর্ষ হয় গাড়ির খতি ও জীবন নাশ হয় তা দুর্ঘটনা।
আর যে সব দেশে উপরের কোনো একটা সঠিক না থাকলে যে জীবন যায় তা হয় হত্যা। এ হত্যার জন্য প্রতিটি নাগরিক দায়ি। সু নাগরিকের দায়িত্ব হল সব ভুল গুলি সমাজের এবং ব্যবহারিক জীবনের তা শুধরানো। যে সড়কে নামবেন তিনি নিজে জেনে নিবেন বা সরকার কর্তৃক কোনো রকম প্রচার মাদ্যমের দ্বারা জনগণ কে জানানো।
ঐ সকল দেশে কক্ষনই দেখা হয় না কেন এই রাস্তায় দুর্ঘটনা হল। শুধু বেপরোয়া গাড়ি চালানো একটা সহজ যুক্তি দিয়ে মামালা শেষ।
রাস্তায় সঠিক সাইন ছিল কি? ডিজাইন ঠিক ছিল কি? দ্রুত এবং ধীর গতির যান ছিল কি? চালক শারিরক সুস্থ ছিল কি? কার অনুমতিতে বাসটি যাত্রা সুরু করে?
শুধু শ্রমিকের অর্জন করা বিদেশী টাকার পাহাড় বানালে দেশ উন্নত হয় না যদি এই নুন্যতম বিষয় গুলি বিবেচনার বাহিরে রাখা হয়।
শুধু মাটির উপরি ভাগ শক্ত করে দিলেই তা সড়ক হবে না তা হবে উন্নত মাটির পথ!!