টপিকঃ প্রেম !(Love)
প্রেম !(Love)
প্রেম !………,
সেতো ভালোবাসার একনাম।
আমি………,নামে বেনামে খুঁজি তারে।
প্রেম !………,সেতো দুঃখ সুখের একনাম।
আমি………সুখে দুঃখে খুঁজি তারে।
ভালোবাসা, ধরা দেবে, জীবনের কোন দ্বারে।
ভালোবাসা, ধরা দেবে, জীবনের কোন দ্বারে।
আমার মনের আঙিনায় প্রেম , স্বপ্ন হয়ে লুকোচুরি।
আমার মনের আকাশে প্রেম, নাটাই বিহীন এক ঘুড়ি।
প্রেম !………, সেতো স্বপ্ন দেখার একনাম।
আমি, স্বপ্নেরই মাঝে খুঁজি তারে।
ভালোবাসা, ধরা দেবে, জীবনের কোন দ্বারে।
ভালোবাসা, ধরা দেবে, জীবনের কোন দ্বারে।
আমার স্বপ্নের আকাশে প্রেম,
আধার রাতে জোছনার আলো।
তবু কেন আমার আকাশ কষ্টে, জমে থাকা আধার কালো।
প্রেম, সেতো জোছনারই একনাম।
আমি, আধার আলোতে খুঁজি তারে।
প্রেম, সেতো ভালোবাসার একনাম।
আমি,নামে বেনামে খুঁজি তারে।
ভালোবাসা, ধরা দেবে, জীবনের কোন দ্বারে।
ভালোবাসা, ধরা দেবে, জীবনের কোন দ্বারে………………………..