টপিকঃ স্বাধীনতা অর্পণ
স্বাধীনতা অর্পণ
গিনি
`আয় বাবা আয়,
দুধ, কলা, আম ভাত খাই|
তুই কত আদরের ধন,
কত সাধনার পণ,
তোর লাগি এ বাঁচার খন|`
দরজায় খট খট|
`কে এমন সময়, কোন পট!
একি এতো শেখের ব্যাটা,ভাসু,
সিকদার,মনি,ফনি,নজরুল,তাজুল মনসুর,
পাড়ার আর কতক যুবক
যারা সারাদিন করে ঘুর ঘুর|`
`মাগো, মগের খবর তো সব জানো,
তবে তোমার পোলারে চাই,মানো|`
`না বাবা, না,
অনেক কস্টের ধন,
বাঁচতে চাই এড়ে লয়ে,
এড়ে ছাড়ো, লও অন্য জন|`
`আজ যদি মগেরে না ঠেকাও,
অত্যাচারে কখন কারে মুখ দেখাও!
লবে কেড়ে সব,
বন্ধ হবে রব,
শোননাই ঐ পাড়ার ঐ,
পাগল পিতা খোঁজে
কৈশোরী মেয়ে গেল কৈ|
দু-দিন পর মোরা
পাই তার উলংগ শব
নদীর কিনারে আর বালা জোরা|
মগ লয়েছ যত
মাঠের ফসল,
কৃষকের ঘামের ফল|
নেবে কেড়ে,যদি না রুখ তারে,
নেবে কেড়ে, সুযোগ যদি পায় বারে বারে|
তাই এমন তরুন চাই
জন্মভূমিকে বাঁচাতে দ্বিধা নাই|`
`মাগো আমি যাবো,
মগের সকল শক্তি ধ্বংস করে দেখাবো,
যাবো আমি, শেখের ব্যাটার সাথি হবো|`
তরুন,যুবক,আধা যুবক হাঁকে,
মগদের রুখে ঝাঁকে ঝাঁকে|
গুলিতে লুটায় কত নবীন,
জীবিত এখন তাদের একদল, প্রবীন
স্মৃতিতে আনে সে সকল দিন,
ভাবে সেই মা র মনে সেদিন,
কি সুখের নিবাস ছিলো আসিন,
স্বীয় সুখ-আনন্দ ত্যাগি,
আদরের পুত্ররে দিয়ে বিসর্জন
শত কোটি মায়েরে
একালে দিলো `স্বাধীনতা অর্পণ`!