টপিকঃ নতুন দিনের ডাক
নতুন দিনের ডাক
গিনি
যে মোরগ আলো ফোটার বার্তা জানিয়ে দিল, সে তার বাস স্থানের দাবি টুকু স্ব কণ্ঠে ও সু কণ্ঠে উচ্চারিল। জানালো ঐ এলাকার সে অধিপতি। কর্মে ব্যস্ত হও, কিন্তু সম্মান রাখো।
এ যেন এক মহা রাজার গাত্র উত্তলোন ধ্বনিত হল শিঙ্গায়।
এ হুংকার বলিষ্ঠের। এ ধ্বনি গর্বের।
কথা হল উঠো, চলা শুরু কর। গন্তব্যে পৌছাও।
দিবা তার অনুদান নিয়া প্রকাশ পাইতেছে।
পক্ষী কূল শুরু কর কিচির মিচির।
মানব কূল রচনা কর ইতিহাস।
আলোর সাথে মোরগ জাতির এই যে আবাক করা যোগাযোগ ইহা ইন্দ্রেরের অলৌকিক যোগ ছাড়া কিছু নয়।