সর্বশেষ সম্পাদনা করেছেন গিনি (১২-০২-২০১৮ ০৮:৫৬)

টপিকঃ পল্লী গীতি

কলাপাতার ভোজ
গিনি

কলাপাতায় বেড়ে
করলি কুপোকাত,
গুর আর দধি মাখা
গরম গরম ভাত।

আর কি আছে?
আর কি আছে,
মজার তোমার পাক।
থাকলে দিও ঘি, সন্দেশ,
পেট পুরে যাক।

মাটির হাঁড়িতে ঐ কি?
রস গোল্লা নয় কি!

ঘড়ায় ভরা আছি যদি
তাজা খেজুর রস,
দুধের সাথে গোপাল ভোগ রেখো
নইলে ভোজন হয় না সরস।