টপিকঃ নিশীতের পেঁচা
নিশীতের পেঁচা
গিনি
মৃণাল তার স্ত্রী সুর্দসনিকে নিয়ে গাড়ি করে বাড়ির দিকে ফিরছে, প্রায় মধ্য রাত|সামনের সিটে চালক আর কেয়ারটেকার রমেন|তার বোন জামাইকে হাসপাতালে ভর্তি করে গলি পথে কিছু দুর যাওয়ার পর দুই যুবক মোটরসাইকেল দিয়ে পথ রোধ করে|তাদের হাতে অস্ত্র বলতে শুধু হাত করা|গাড়ি থেকে নামার ঈশারা করে| মৃণাল নামার সাথে সাথে এক যুবক,` এতো রাতে কোথা থেকে!`এদিকে রমেনও পাশে এসে দাড়ায়|যুবকদ্বয় একটু ধারনা করতে পারে সাধারন মানুষ নয়|মৃণাল বলে,`বোন জামাই অস্বুস্থ তাকে হাসপাতালে রেখে ফিরছি, আর আমার কাকা পুলিশ চীফ|`
ইতিমধ্যে ঐ এলাকার নৈশ্য প্রহরীরা জমা হয়|তখন এক যুবক বলে,`ও ,রতন তোমরা আইছো`|যাও এই সাহেবেরে গলির মাথা পর্যন্ত দিয়া আসো|`
রতন গাড়ির সামনের সিটে বসে| গাজার এটেল দূর্গন্ধে গাড়ি ভরে যায়|প্রধান রাস্তা আসার পর রতন নম্সকার করে নেমে যায়|
মৃণাল পিছনের সিটে মাথাটা এলিয়ে চোখ বন্ধ করে, তার কানে আসে-হুত হুতুম আর চোখের সামনে দুটি বড় বড় চোখ এই নিশি রাতে জ্বল জ্বল করে যায়|