টপিকঃ মোফিজ
মোফিজ
গিনি
কিছু মানুষের জীবন এতোই সাদা মাটা যে, তাদের পরনে একটাই বস্ত্র, নাওয়া খাওয়ার কোনো নিশ্চয়তা নাই। জীবন মানে একটু কাজ করা আর তার দ্বারা যা পাওয়া যায় তা দিয়ে কোনমতে দিন পার করা। বাহিরের জগতের যত হুটো পটি সেই তাদের আনন্দ।
এরা যখন এক স্থান হতে অন্য স্থানে কাজের জন্য বাসে কিম্বা ট্রাকের পীঠে করে যায় তাদেরকে বলা হয়, "মোফিজ"।
এই নাম কেমন করে হল জানা নাই।
এমনি এক দল হত দরিদ্র , কর্মের জন্য "কদ্দা" নামক স্থান হতে বাসের পীঠে সকল মাল পতরের উপর কোনো রকমে নিজকে আটকে রাজধানীতে পৌছায়, কন্ডাক্টর তার সহকারী কে চিৎকার করে বলে, " কদ্দার গুলারে লাথথায়ে নামা"
এরা অতি মূল্য হীন , কদর হীন কাজের মানুষ। এদের সাথে আরও এক দল নিরীহ মানুষের কথা মনে পরে এবং বুঝা যায়, এরা মধ্যপ্রাচ্চের ৪০/৫০ ডিগ্রী তাপে দেশের জন্য ডলার আনেন আর তাদের অবস্থা প্রতি পদে পদে কি কঠিন।