টপিকঃ আধুনিক
আলোর রং
গিনি
যে আলোর রং গুলি
আছার খেলো
তোমার মুখো পরে,
তখন দেখি তোমায়
নতুন রুপের ত্বরে।
কি দেবী হও তুমি,
কবে তাঁরে এঁকেছি
মোর গোপন ঘরে।
সেই পূজার কালে
হ্রদয় জেন নেচে ছিল,
চুপি চুপি গান গেয়েছিল,
প্রিয় হে প্রিয় আমার,
এসো এসো মনের মাঝে
ধর এ বাহু,
লও মধু চুম্বন,
প্রিয় হে প্রিয়
লও প্রেম সম্ভাষণ।