টপিকঃ লোকসংগীত

লোকসংগীত
গিনি
বাংলার লোকসংগীত যদি ধরা যায় তবে প্রথমে আসে বিশেষ কত গুলি নাম ভাটিয়ালি, ভাওয়াইয়া, মলয়, ঝুমুর, গম্ভীরা, পাহাড়ি।
এদের রচয়িতা সকল বাংলার মানুষ। যে যে অঞ্চলের সে অঞ্চলের সুর , ছন্দ, ধুন মিলাইয়া এই সকল গান গাইয়া গেছেন।
এই গান গুলি মানুষের দৈনিদিন জীবনের রুপ রেখার উপর সৃষ্টি। যেমন ভাটার দেশের গান, হাল্ককা হাওয়া আর মহিশের খাদ্য ভাওা সবজী।
গান গুলিতে মানুষের চাওয়া পাওয়া, বেদনা, সুখের পঙক্তি দিয়ে গড়া। সেখান মানুষের ভালো টা , তাঁর পথ দেখানোর চেষ্টা হাল্কা শব্দে বলা আছে।
আধুনিক মানুষ ঔ সকল গুরু বানী এড়িয়ে চলার জন্য এদেরকে এক প্রকার গ্রাম্য বা প্সচাদ পদ ধরানায় ধবংসের মুখে ফেলে দিয়াছে। অথচ এই গান গুলি যাপিত জীবনের চিত্র বর্ণনায় এক শক্ত উপায়।