টপিকঃ বাউল

বাউল
গিনি
প্রেম হইল মনুস্যতের মূল। যদি বংশ পরিচয় চাও ত গৃহ পরিবারের খবর কর, শিকড়ের স্নদ্ধান কর, তেমনি যদি আমার আমিকে পেতে চাও, জানতে চাও ত অন্তরের গভীরে ডুব দেও, সে তোমার মধ্যেই কোথাও আছে। এঁকে পাওয়ার কিছু আচার আছে ধ্যান কর, যোগ ব্যয়ম কর, খাওয়া, নাওয়া, পরিবার পালনের সঠিক পদ্ধতি বেছে নেও। বোধ গুলি সহজ ভাবে বুঝ। ভালো টা ধর। এই মানব ধর্ম। এ চর্চা করলে তা  নিজের থেকেই হবে, প্রকৃতিকে দেখো যেমন গাচ্ছ তাঁর নিজের মত বড় হয়, পাতা ছড়ায়, তাঁর কোনো গুরু নাই।
এমন যাদের চিন্তা তারাই বাঙ্গালার প্রকৃত বাউল। মনের মানুষ বা স্রষ্টা কে সারা জীবন ধরে খুজে বেরানো, অতি সধারন ব্যক্তিত্য। কোনো চাওয়া নাই, পাওয়া না্‌ আমরা লোভির দল যাদের বলি, পাগল। কারন এরা স্বার্থ হীন। এদের এক মন ছাড়া আর কিছুই দেখানোর নাই। সকল ভোলার আরও একটি ধারা গান। যে গান ভাবায়, হ্রদয় কে নক্ষত্রের ভিতরে নিয়ে যায়, অন্তরে আনে ছায়া পথের ঝিক মিক না না রঙ্গের আলো। যেখানে স্রষ্টা সদা কর্ম ময়।

Re: বাউল

স্নদ্ধান মানে কি? thinking

ডিজিটাল বাংলাদেশে ত আর সাক্ষরের নিয়ম চালু নাই।সবটায় দেখি বায়োমেট্রিক।তাই আর সাক্ষর দিতে পারলাম না।দুঃখিত।

Re: বাউল

সন্ধান হবে দুঃখিত

Re: বাউল

ডিজিটাল বাংলাদেশে ত আর সাক্ষরের নিয়ম চালু নাই।সবটায় দেখি বায়োমেট্রিক।তাই আর সাক্ষর দিতে পারলাম না।দুঃখিত।

Re: বাউল

সুন্দর হয়েছে ।