টপিকঃ বঙ্গ ভূমি গঠন প্রক্রিয়া

বঙ্গ ভূমি গঠন প্রক্রিয়া
গিনি

যদি ভৌগো -লিক দিক বিবেচনা করা যায় তবে লক্ষ্য করা যায় যে সিলেটের তামাবিল অঞ্চলের উত্তরে উচা পাহার যা হিমালয় গিরির পাদ দেশ। আর অতি প্রাচীন কালে এখান থেকেই বঙ্গপ সাগরের শুরু ছিল। আজও তামাবিল আঞ্চলে গেলে দেখা যাবে বড় বড় পাথর পাহার গলে সিলেটের নিচু এলাকায় আসছে। ঐ সকল পাথরের যুগ যুগ জমার কারনেই ভূমি গঠন হয়। সেই ভূমিতে বঙ্গ উপজাতি যাযাবর বা বসত শুরু করে। সেখান থেকেই আজকের বঙ্গ দেশ।
এই ভূমি গঠন পদ্ধতি আরও দ্রুত হয় যখন সুন্দর বনের গাছ গাছরা আর তাঁর শিকড় পলি মাটি আটকানোর সাহায্য করে এক প্রকার বাঁধের মত।

বঙ্গে যখন পলি মাটির অঞ্চল বারতে থাকে, ফসল উৎপাদন সহজ হয়, তখন উত্তর থেকে আসে তিব্বত এলাকার জাতি, উপজাতি আর দক্ষিন থেকে আসে দ্রাবিড় জন গোসটি। যদি ধরা প্রকৃত বঙ্গ বাসিন্দা কারা তবে সহজেই বুঝা যায় এই কঠিন মিশ্র জন এলাকার গঠন।