টপিকঃ ব্যাবসায়িদের হাতে কৃষক আর ভোক্তা সবাই জিম্মি!

সরকারের এক মন্ত্রী বলেন চালের দাম ৪০ টাকার নীচে করলে কৃষক দের ক্ষতি হবে, কিন্তু কৃষক রা তো বিক্রয় করে ধান , চাল নয়, কৃষক ২০-২২ টাকা দরে ধান বিক্রয় করে, ৪০ টাকা করে চাল বিক্রয় করলে লাভ হবে রাইস মিল মালিকদের, কৃষক দের নয়????

সারা বছর কষ্ট করে কৃষক আজ হঠাৎ করে বাজারে লেবুর হালি ৬০ টাকা, গাজর বিক্রি করে ১৮ টাকা করে আর আমরা বাজার থেকে কিনি ৪০-৫০ টাকা করে, আলু বিক্রি করে ১/২ টাকায়  আর আমরা তা কিনি ২৫/৩০ টাকায়, ব্যবসাষিদের বিনা কষ্টে কেজি প্রতি ২৪/২৮ টাকা লাভ,  ফুলকপি বিক্রি করে ৪/৫ টাকায়  আর আমরা তা কিনি ৩৫ টাকায়, ব্যবসায়িদের বিনা কষ্টে কেজি প্রতি ৩০ টাকা লাভ, দেখার কেউ নাই ???????? #কৃষক প্রতিবছর জমি বেচে তারা বিলুপ্ত হচ্ছে আর ব্যবসায়িদের বাড়ি আর গাড়ি বাড়ছে আর চুইজব্যংকে টাকা রাখছেন, হারিয়ে যাচ্ছে কৃষক, তাই তো আমাদের কে পেয়াজ কিনতে হয়েছিলো ১৪০^ টাকা য়, শাকের আটি ২৫ টাকা য় আর শীতের এই সময়ে সিম কিনতে হচ্ছে ৮০ টাকা করে,

#টাকা গুলো যদি যারা সারা বছর কষ্ট করে ফসল ফলায় সেই কৃষক রা পেতো ,  কষ্ট লাগতো না, আমরা যে দিমে কিনি কৃষক রা তার সিকি ভাগোও পায়না