সর্বশেষ সম্পাদনা করেছেন Leemon (০৫-০২-২০১৮ ০২:৩৫)

টপিকঃ আমার জন্য সেরা দশ

এই ক্ষুদ্র জীবনে আমার পড়া বইয়ের সংখ্যা ক্ষুদ্রই বলা চলে,এ সীমিত সংখ্যা থেকে বাছাই করে সেরা দশ তৈরি করাটা কিছুটা কঠিনই বোধ হয়।এছাড়া পাঠক হিসেবেও আমি তেমন উঁচু দরের নই;বলা যায় শিশু প্রকৃতির।এরপরও চেষ্টা করলাম আমার প্রিয় দশটি বইয়ের তালিকা করার:

১. পথের পাচালি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২.জোছনা ও জননীর গল্প-হুমায়ূন আহমেদ
৩.পুতুল নাচের ইতি কথা-মানিক বন্দ্যোপাধ্যায়
৪.সঞ্চিতা-রবীন্দ্রনাথ ঠাকুর
৫.বাদশা নামদার-হুমায়ূন আহমেদ
৬.চিরায়ত পুরাণ-খন্দকার আশরাফ হোসেন
৭.ট্রাইটন একটি গ্রহের নাম-মুহম্মদ জাফর ইকবাল
৮.ওমেগা পয়েন্ট-হুমায়ূন আহমেদ
৯.শ্রেষ্ঠ ফেলুদা-সত্যজিৎ রায়
১০.রাজু ও আগুনালির ভূত-মুহম্মদ জাফর ইকবাল

দশম স্হানে থাকা কিশোর উপন্যাসটিকে তালিকায় ঢুকানোর ব্যাপারটা আমাকে একটু সংকোচ বোধ করাচ্ছিল,তবে বর্তমানে অর্থহীন মনে হওয়া এ বইটিই ১০ বছর আগে পড়ে যে রোমাঞ্চ অনুভব করেছিলাম তা পরবর্তিতে খুব কম বই থেকেই পেয়েছি।কাজেই বইটা না ঢুকিয়ে অকৃতজ্ঞ হতে বড্ড বাঁধছিল...

লিমু