টপিকঃ লোকালয়ে সাধু

লোকালয়ে সাধু
গিনি
সাধুর আজ স্বাদ হইলো আজ গ্রাম্য পালায় যাইবে। মৃদু আলোর আড়ালে চাদর মুড়ায়ে বসিলে কে আর তারে চিনে। কিন্তু সে ভুলিয়া গেল গ্রাম্য মাঝ বয়সী জনের নতুন মানুষের সাথে পরিচয় উৎসাহ।
সে প্রায় শুধু চক্ষু দুইটা বাহির করিয়া ঠিক পীছনের সাড়িতে বসিল, পাশের জন আস্তে জিজ্ঞাসা করিল, " নতুন মনে হয়। ত কোথা থেকে?"
সাধু হচকিত। মনে করিল কথা না বলিয়া সরিয়া পরা উচিত হইবে। উঠিতে যাইবে সেই জন হাত চাপিয়া ধরিল। ঘটনায় মুখের চাদর খসিয়া পরিল। সে জন চিনিল, এতো ঐ মন্দিরের চাতালে যে একাকী বসবাস করে, আর অলৌকিক উপদেশ দেয় সে সাধু।
তাহার চিৎকারে সাধুর সকল গুন গুলি পাহাড় ধসের মত গুড়িয়া গেল।
এই সাধু প্রমান করিল সাধু হওয়া এবং সকল পার্থিব লোভ ঠেকানো বড়ই কঠিন বিষয়। ধরার সকল লালসা চোক্ষের সম্মুখে রাখিয়া তাহা ত্যাগ করা বা না দেখা এক শক্ত মনের প্রয়োজন। যে পারিয়াছে সে মহান।