টপিকঃ টপ্পা

টপ্পা
গিনি
ভারত হইতে আরব আর পারস্যের ব্যবসায়িরা যখন রাতের আঁধারে দুর্গম পথে ঘরে ফেরার সময় যে গানের ধুন অল্প বাদ্য যন্ত্রের সাথে গাইতে গাইতে যাইতো, তাহাতে বিরহের টান বেশী থাকিত। কারন যখন মানুষ এক স্থানে কিছু দিন থাকে তখন তাহার মন কিছুটা হিলেও সে অঞ্চলের জন্য দুর্বল হয়। তাই টপ্পা গান গুলি ধীর আর বেদনার বা বিরহের। উটের চলার গতির সাথে অনেকটা মিল রাখিয়ায়ই এর সুর সৃষ্টি।
যেমন ,
"আর কবে হবেরে মিলন,
নে তোর গলায় মোর এ উপহার।
যদি এ ছিঁড়ে পরে ওরে
তবু রাখিস সুতায় বুকের পরে রে।"

রবি ঠাকুর বহু টপ্পা রচনা করিয়াছেন। এ ছাড়া সময় সময় অন্য গুনি জন ও টপ্পা দ্বারা গান রচনা করিয়া মানুষের মন কে উতলা করিয়াছেন।