টপিকঃ কোথায় যাদুকর
কোথায় যাদুকর
গিনি
পথচারী- দেখি দেখি তোমার থলের ভিতর কি?
যাদুকর- এনাছি জলে ভাসা পাথর।
পথচারী- জানি। সে ত অগ্নুৎপাতের জন্য সৃষ্টি। এর ভিতর জমা বাসাত হাল্কা করে তাই ভাসে।। সেখানে অলৌকিক কিছু নাই।
যাদুকর- এনাছি ব্যথা কমানোর দাওয়া।
পথচারী- এত আফিম। নেশা আর ঘুম হয়। ব্যাথা যায়।
যাদুকর- এই পাথর খানি দিয়ে ঐ দা খানি দূর থেকে নরাতে পারি।
পথচারী- এতো চুম্বক। লোহার যে কোনো বস্তু কাছে টানবে।
তাই যাদুকর পালায়।