টপিকঃ লেখাপড়ার পাশাপাশি কিছু করতে চাই
আমার ইঞ্জিনিয়ারিং এর পঞ্চম সেমিস্টার চলছে। পড়ালেখা চালিয়ে যাবার পাশাপাশি ছোটখাটো কিছু করতে চাচ্ছি। ( লেখাপড়ার কোনো ক্ষতি না করে )। আমি আসলে এমন কিছু খুজঁছি যেটা আমার পছন্দের সাথে যায়। ( যেমন গ্রাফিক্স এর কাজ )। আমার এখন কিভাবে এগুনো উচিৎ সেটা নিয়ে পরামর্শ চাচ্ছি।
ধন্যবাদ।