টপিকঃ আমি কি CSE তে পড়বো নাকি অন্য কিছুতে ? Please help me anybody.

আমি কি CSE তে পড়বো নাকি অন্য কিছুতে ?
আমি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে খুব টেনশনে আছি ৷ আমার এই পুরো পোষ্টটি পড়ে কেউ সঠিক পরামর্শ দিলে খুব উপকৃত হতাম ৷
আমি SSC পাশ করেছি ভোকেশনাল থেকে ৷ তারপর সরকারী পলিটেকনিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা করেছি ‘ফুড' টেকনোলজি থেকে ৷
ডিপ্লোমা ভর্তির সময় সঠিক গাইডলাইন পাইনি যে কোন বিভাগে ভর্তি হবো ৷ ভর্তি পরিক্ষায় ফুড বিভাগ আসলে ফুডেই ভর্তি হয়ে যাই ৷ SSC এর পরেই ডিপ্লোমা ভর্তির সময় হয়তো আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের ভাবনা খুব স্বল্প ছিল ৷ আমি ভবিষ্যতে কি হতে চাই বা কোন কাজটা আমার ভালো লাগে এসব বিষয়ে তেমন ধারনা ছিলনা বা আমার ভালোলাগার দিকটাই আমি খুজে পাইনি সেইসময় ৷ কিন্তু ক্লাস সেভেন থেকেই আমি কম্পিউটার এবং ইন্টারনেটের প্রতি খুব আকৃষ্ট ছিলাম এবং এখনো আছি ৷
যাই হোক ফুডে ডিপ্লোমা শেষে যখন একটা প্রাইভেট ফুড কোম্পানিতে চাকুরী শুরু করলাম তখন বুঝলাম যে এই ফুড রিলেটেড  কাজগুলো আমার একদমই পছন্দ না ৷ কখনো কোনো কাজ করার প্রতি ভালো মনোযোগ পেতাম না কোনো আনন্দও পেতাম না ৷ অল্প কোনো কাজেই একদম বিরক্তবোধ হয়ে যাই ৷ আজ প্রায় একবছর ধরে চাকুরী করছি তবুও কাজের প্রতি আমার কোনো মনোযোগ ভালোলাগা কিছুই নেই ৷ ফুড কোম্পানিতে চাকুরীতে ঢোকার পর এই পুরো একটা বছর আমার মনটা শুধু কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য আফসোসে কেটে গেছে ৷ এখন বুঝতেছি ক্যারিয়ার জীবনে নিজের ভালোলাগা কাজের গুরুত্ব কতটুকু ৷ ফুড রিলেটেড কাজে ১৫-২০ মিনিট কোনো কাজ করলেই আমার অসহ্যকর বিরক্তি চলে আসে অথচ আগে এবং এখনো কম্পিউটারে কোন কাজের জন্য সারারাত পার করলেও কিছু মনেই হতো না ৷
কম্পিউটারের প্রতি আমার এই ভালোলাগা এবং ভালোবাসা অসীম ৷
★তাই আমি এখন একটি প্রাইভেট ভার্সিটি থেকে CSE তে বিএসসি করতে চাচ্ছি ৷ আর CSC তো অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং বিভিন্ন প্রোগ্রামের সমস্যা সমাধান করতে হবে এবং নিজের অনেক লজিক থাকতে হবে ৷ এছাড়াও শুনেছি গনিতে অনেক ভালো দক্ষতা থাকতে হবে ৷ আমিতো পূর্বে গনিত ভালোভাবে শেখার কোনো সুযোগ পাইনি ৷ SSC তে যে গনিত ছিলো সেগুলোও বহুদিন থেকে চর্চা নেই ৷ মূলকথা হলো আমি গনিত খুব ভালো জানিনা ৷ CSE এর কথা ভাবলে গনিতের কথা মাথায় চলে আসে ৷ ভাবি যে গনিতে খুব ভালো না হলে কি CSE তে প্রোগ্রাম শিখতে পারবো বা ভালো কিছু করতে পারবো ?
কিন্তু আমি রাতে দিনে সবসময় শুধু CSE তে পড়বো এটা নিয়েই ভাবি ৷ অন্য কোন ডিপার্টমেন্টে বিএসসি করবো এটা ভাবতেই পারিনা ৷ আবার CSE তে শুধু গনিতের ব্যাপারটা নিয়ে চিন্তায় আছি এছাড়া ধৈর্য,ভালোলাগা,ভালোবাসা সব CSC তে ৷ CSE এর সম্পৃক্ত যে গনিত গুলো আছে সেগুলো এখন ভর্তি অবস্থায় চর্চা করলে কি কভার করতে পারবো ? এখন আমি এই অবস্থায় কি করবো ?