টপিকঃ সাদা জবা
কিছুদিন আগে থেকে আমি ধারাবাহিক ভাবে "ঝুমকো জবা", "পঞ্চমুখী জবা" ও "বহুদল জবা" শিরনামে তিনটি টপিকর বেশ কিছু জবা ফুলের ছবি দিয়ে ছিলাম। আজ তারই ধারাবাহিকতায় দেখাবো আমার তোলা কিছু "সাদা বজা" ফুলের ছবি।
সাদা জবা
আমরা জানি জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, পঞ্চমুখী জবা, জবা কুসুম, মরিচা জবা ইত্যাদি। এদের মধ্যে একটি বিশেষ জবা হচ্ছে সাদা জবা। সাধারন জবার সাথে সাদা জবার পার্থক্য হচ্ছে এর রং-এ। নানান রং এর জবা ফুল দেখতে পাওয়া যায়, তবে রাল রংএর আধিক্যই বেশী। আজকে যে জবার ছবি দেখাবো সেগুলির রয লাল নয়, বরং সাদা।
বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেরাতে গিয়ে বেশ কিছু সাদা জবা ফুলের ছবি তুলেছি আমি। তাদের ৯টি ছবি রইলো নিচে। প্রথম ৪টি ছবি তুলেছি সিলেটের একটি সরকারী ডাকবংলোতে। এবং শেষ ৫টি টাঙ্গাইলের বদরুন্নেছা মহলে।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।