টপিকঃ আকুল আবেদন
#আবেদন
আগামীকাল ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এস এস সি পরীক্ষা, এই সময়ে প্রশ্নপত্র ফাঁস কারি ব্যবসায়িদের প্রতি আবেদন প্রশ্ন ফাঁস করে পরিক্ষার্থী দের জীবন নষ্ট করবেন না, এবং সকল রাজনৈতিক দল, সংগঠনের, ট্রড ইউনিয়নের, প্রতি আবেদন এই সময়ে কোনও কর্মসূচী ও আন্দোলন দিবেন না যাতে শিশু দের পরীক্ষায় ব্যাঘাত ঘটে বা এমন কিছু করবেন না যাতে আতংকেকের সৃষ্টি হয়, বা নিরাপত্তা হীনমন্যতায় ভোগে, এক পক্ষ আরেক পক্ষকে উষ্কানী / ইস্যু দিবেন না যাতে তারা আন্দোলনের সুযোগ পায়, আপনাদের যদি কিছু করার থাকে তা পরীক্ষার পরে করবেন, শিশুদের জীবন নষ্ট করবেন না,অভিবাবক হিসাবে আমাদের কে উৎকণ্ঠায় ও দুশ্চিন্তায় ফেলবেন না, এই কামনা করি