টপিকঃ গল্প বলার আসর
গল্প বলার আসর
গিনি
এই গল্পটি আরব অঞ্চলের। আরব্য সংস্কৃতি।
মরক্কোর মারাকশ শহর। এখানে বয়স্ক ও মাঝ বয়সী আসে এই চা পানের দোকানে। সুন্দর বসার আসন। আয়াসের জন্য হুক্কা আছে। কিছু সুন্দরী যুবতী রুপার আসবাবে চা পরিবেশন করে। এটা গল্প বলার আসর।
গাজি এখন বৃদ্ধ, কিন্তু গল্প কারক।
উঁচুতে বসে অদ্ভুত সব গল্প বলে। সে গল্প সকলকে ভাবায়, কাদায় আবার হাসায়। কখনও রাত গভীর হয়। গল্প গুলি পরম্পরার মুখে শুনা এবং তার পুন্রাবৃতি। এমন ধারা চলে আসছে কোন যুগ থেকে তা গাজির জানা নাই।
কিন্তু আজ গাজি গল্প বলবে, তার নিজ জীবনের গল্প।কারন আজ সে শেষ করবে এই প্রাচীন ধারার।
সে বলে চলে। যখন প্রতি রাতে ঘরে ফিরে, তখন দেখে কত গুলা নিস্পাপ মুখ আর উতসুখ চোখ। তাড়া থাকে অনেক আশায় আর অধির আগ্রহে। ওর ভাবে এত সুন্দর গল্প গুলি নিশ্চয় কেউ এক দিন কিনে নিবে অনেক অর্থের বিনিময়ে। দূর হবে তাদের সকল কষ্ট। কিন্তু গত ৬০ বৎসরে তা হয় নাই। প্রতি রাতেই তার পরিবার সেই মরীচিকার চোরা বালিতে ডুবে গেছে। মেয়ের বিবাহ হয় নাই। ছেলে পড়া শুনা বন্ধ করে বাসে হেল্পার, আর তার স্ত্রী প্রায় অচল , অন্দধ।
ফলে এই গল্পের গল্প কারক ঠিক করে সে এখন থেকে ভিক্ষা করবে। অন্তত আয় বেশী হবে। সালাম বলে সে বিদায় নেয়।
আধা হুক্কার নেশায় বুদ সকলে বুঝে উঠতে পারে না তাদের আর কি কারার আছে।