টপিকঃ খুদ্র কথা

বাংলাদেশ এখনই একটি দীর্ঘ মেয়াদি প্রকল্প হাঁতে নেওয়া উচিৎ। "নদনদী, শাখা, মরা নদী খনন ও পুনঃ খনন" যার ৭৫ ভাগ কায়িক শ্রম আর বাকিটা যান্ত্রিক দ্রেজিং হতে পারে।। ফলে বন্যার ক্ষতি কমবে, পানি বাহিত রোগ কমবে তাতে সরকারের ব্যয় কমবে। মৎস্য চাষ বারবে, সুপেয় পানি বারবে। সস্তায় নৌ পথে মাল চলাচল হবে। সবচেয়ে গুরুত্ব পুরন্য স্থায়ী সর্ব স্থরের কর্ম সংস্থান হবে। যেহেতু অর্থনৈতিক অবস্থা এখন ভালো তাই নিজসব তহবিল থেকেই এ কাজ হাঁতে নেওয়া যায়। আর দেশে এখন অনেকে দক্ষ মানুষ আছে তাই বিদেশী জন বল বা টাকার প্রয়োজন নাই।