টপিকঃ দাদমর্দন
ফুলের নাম : দাদমর্দন
ইংরেজি ও কমন নাম : Candle Bush, Empress Candle Plant, Seven Golden Candlesticks, Candlestick Cassia, Candlestick Senna, Christmas Candle, Ringworm Cassia, Ringworm Bush, Gelenggang, Daun Kurap ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Senna alata
আদিভূমি : মেক্সিকো, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা।
গাছের ধরন : গুল্ম শ্রেণীর ঔষধি গাছ যার পৌষ্পিক সৌন্দর্য উপভোগ্য।
গাছের উচ্চতা : সাধারণত এক থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হতে পারে।
গাছের বৃদ্ধির হার : দ্রুত বর্ধনশীল।
গাছে কাঁটা : নেই।
ফুল : ডালের আগায় খাড়া ডাঁটায় হলুদ রঙের ফুল ফুটে। ফুলগুলি নিচ থেকে ফুটতে শুরু করে ধীরে উপরের দিকে উঠে।
ফুল ফোটার সময় : সেপ্টেম্বর থেকে জানুয়ারি।
ফুল ফুটার ধরন : ফুল পর্যায়ক্রমে ফুটে।
ফুলের রং : হলুদ
ফুলের ঘ্রান : ফুল গন্ধহীন
ফল : চিকন লম্বাটে ফল হয়, একটি ফলে প্রচুর বীজ থাকে। বীজ থেকে নিজে নিজে সহজেই চারা জন্মে।
পাতা : যৌগিক পত্রের প্রতিটিতে ৬ থেকে ১২ জোড়া সবুজ রংএর পাতা থাকে।
আকর্ষিত হয় : হামিংবার্ড, প্রজাপতি।
আরো কিছু তথ্য : চর্মরোগে এই গাছ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে দাদ ও পাঁচড়ায় সবচেয়ে বেশি ব্যবহার্য। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এই গাছ সাধারণত টনিক হিসেবে কাজে লাগে।
তথ্য সূত্র : বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহীত ও পরিমার্জিত। তথ্যে কোন ভুল থাকলে জানানোর অনুরোধ রইলো।
ছবি তোলার স্থান : প্রথম ৫টি ছবি, ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ।
ছবি তোলার তারিখ : ০৮/১২/২০১৭ ইং
ছবি তোলার স্থান : শেষ ছবিটি, মুরাপাড়া জমিদার বাড়ি, রূপগঞ্জ।
ছবি তোলার তারিখ : ১৭/০৯/২০১১ ইং