টপিকঃ কান্না হারা সুখ হারা

কান্না হারা সুখ হারা
গিনি

ধনকুবের ঘরে জন্ম|কিছুরই অভাব নাই এমন কি ভবিষতে মহাশূন্যে যাত্রার রকেটের টিকেটও ব্যাংকের সিন্দুকে রাখা আছে|কান্না যেখানে সেখান থেকে বহু দূরে আগলে রেখে আপন জন|কিন্তু আমার বুকের ভিতর এক অস্তিরতা, হা হা করে উঠে কাঁদতে চায়|হাল্কা হতে চায়|একটু কান্ন্ার সুখ কোথায় পাই, বলো|