টপিকঃ সৈকতে সূর্যাস্ত
সৈকতে সূর্যাস্ত
গিনি
সৈকতে সূর্যাস্ত অবলোকনের যে অমূল্য পাওয়া তা অনেকের ভাগ্যে হয় না|আর ঐ সূর্যাস্তর পর যদি জোতস্নার আলো ঠিকরে পরে আলো আঁধারির সাগর তরংগে তা পরম পাওয়া|সে রুপ দেখার যার সুযোগ হয় সে হটাত মনিমানিক্য পাহাড়ের মালিক হওয়ার মত অনুভূতি পায়|
নব দম্পতী আসে নীল পৃথিবীর এক কোনায় সে রকম দৃশ্য দেখার আশায় আর অশান্ত মনের এক সাগর গভীরে লুকানো সকল অজানাকে মু্ত করার জন্য|জোয়ারের সময়, হাতে হাত রেখে দুজন অতি কাছে বসা|সাগরের উন্মত্ব ছুটে আশা তরংগ আছরে পরে পায়ের কাছে|গর্জনে দুজনের কথা শুনা যায় না, শুধু লোনা জলের ছাঁট লাগে|আশ্চর্য্য আনন্দে কেঁপে উঠে শরীর|
বিকাল গড়ায় সূর্যাস্ত শুরু হয়|দূর নীলিমায় পানির গভীরে ডুবে যেতে থাকে বড় বলয়|রং পরিবর্তন ঘটে, উজ্জল থেকে কমলা শেষে লাল|সমূদ্র যেন লুকায়ে নেয় তারে| ভাটার যোগ লাগে|সাগরের জল বহুদূরে চলে গেছে|সামনে পরিস্কার বালু চর|
অপূর্ব জোতস্না আজ যুগলের হৃদয়কে আনন্দসীমার সেই স্বর্গ শিখরে এনেদিয়েছে|একজন আরেকজনের কাঁধে মাথা রেখে গভীর আলিংগনে নিরবতায় এইখনে জানতে চাইছে আরো আরো অনেক কিছু|স্নিগ্ধ সেই চাঁদের আলোতে সুখ গভীরতায় দুজনের দৃস্টি প্রায় মায়াছন্ন|হঠাত চারজন মুখোসধারি ঘিরে ধরে |হাতে তাদের চিক চিক করছে ছোরা|দুজনের গলা তাতখনিক দুখন্ড করে দেয়|যবনিকা ঘটে দুটি তরুন প্রানের|
তবে এ সৈকতে সূর্যাস্ত ও পরবর্তী জোতস্নার ঝিলমিল তাদের জীবনের পূর্নতা এনেদিয়েছে কি!