টপিকঃ পান্তার যোগ হউক কাটা চামুচে
পান্তার যোগ হউক কাটা চামুচে
গিনি
এখন এই প্রজন্মের অনেকে পরবাসে বাসা বেঁধেছে। আমি চাই এক দিন তাদের পর জন্মের দীর্ঘ দেহী সু ঠাম যুবক কিম্বা স্বর্ণ কেশি , শিকড়ের খোঁজে এসে দাঁড়াক রমনার বট মূলে, কাটা চামুচে ভক্ষন ক্রুক পান্তা আর হাতের তালিতে ভরাক অতি সাধারন ভাবে রচনা করা গান, "এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মূমুরস কে দাও মিটায়ে..." অর্থাৎ বৈশাখ স্বাগতম, শক্তির সাথে সকল দুর্বলতা দূর করে।