টপিকঃ বিলেতে সারে সাত শ দিন

বিলেতে সারে সাত শ দিন
গিনি

ডঃ মোহাম্মদ শহিদুল্লার লেখা এই বই টা সেই অষ্টম শ্রেণী তে পড়া কালিন পড়ায় খুবই আনন্দ দিয়েছিল।
এখন এ যুগে সেই গোরা দের দেশে এসে দেখি কিছু বিষয় সত্যই আশ্চর্য। পদ্ধতির জন্য এবং ভরসার জন্য।
ইন্টারনেটে অর্ডার হল। ভিসা কার্ডে পয়সা দেওয়া হল। সময় মত মাল ঘরের দরজায় পাওয়া গেল। মালটি এখন ঘরের চাহিদা মোতাবেক না। ফেরত দিতে হবে। টেলিফোনে কথা হল। একটা নম্বর পাওয়া গেল। নম্বর লিখে মালটা ঘরের বাহিরে রেখে দেওয়া হল। কিছু পরে দেখা গেল মালটা নাই অর্থাৎ যারা নিয়ে যাওয়ার নিয়ে গেল। ফেরত বাবদ কিছু পয়সা বাদ দিয়ে বাকি পয়সা আবার ভিসা কার্ডে জমা হল।
এই পুরা সময় কোনো মানুষের সরাসরি কোনো মানুষের সাথে দেখা হল না।
আর এতো ঘটনা ২/৩ দিনের মধ্যেই হয়ে গেল।
পুরো ঘটনাটাই একটা ডিজিটাল কর্ম বলে সম্পূর্ণ হল।