টপিকঃ বাংলা অক্ষরের বিবর্তন

বাংলা অক্ষরের বিবর্তন
গিনি

সব ভাষার অক্ষরের মত বাংলা অক্ষরও বিবর্তনের পর আজকের এই অবস্থায় এসেছে। পুরা যুগের বোদ্ধোরা শুরু করে লিপি বদ্ধের কাজ। হারপ্রসাদ প্রথমে তা ধারনা করেন ও দৃষ্টান্ত পান। তখন কার সেই রূপটি পরবর্তীতে আসামীয়রা আজকের এই বাংলা অক্ষরের কাছা কাছি রচনা করে আর সেটায় কিছুটা এদিক সেদিক হয়ে আজকের ক খ গ ইত্যাদি।

Re: বাংলা অক্ষরের বিবর্তন

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত