টপিকঃ শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন, প্রজন্ম ফোরাম। আসলেই কীভাবে যে দিনগুলি কেটে গেল!! সবার ব্যস্ততা বেড়েছে, কেউ কেউ অন্যদিকে ঝুঁকে গেছে কিংবা কেউ নেই দেখে আর আসে না। কারো কারো গুরুত্ব দেবার জায়গাটা আমূল বদলে গেছে। তবুও আমি আসি। মাঝে মাঝে দেখে যাই। প্রতিদিনই দেখি। কিন্তু আর লেখা হয়ে ওঠে না। প্রজন্ম এভাবেই টিকে থাকবে আরো অনেকদিন - এই আশাবাদ সর্বান্তকরণে লালন করি। ভাল থাকুন সমস্ত প্রাজন্মিকেরা।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্মফোরাম। ২০০৮ থেকে সাথে আছি।

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

কত বছর পর লগিন করলাম সেটা বলা মুশকিল। জানি না। অনেকদিন পরে ভালো্ি লাগছে। ম্যাক থেকে বাংলা টা্িপ করা ্েকটু ঝামেলর মনে হচ্ছে। সব ঠিক মতো ্াসছে না। রাজুর সাথে দেখা হয়ে ভালো লেগেছে। ফোরামের কারণে্্ি ্ সম্ভব হয়েছে।

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

একসময় দৌড়টা ছিল অশ্ব প্রজাতীর মত। এখন নেমে এসেছে ৩০০ বছর বয়সী কচ্ছপের মত। গতি কমে গেছে, চাইবো আবার তা বাড়ুক। কচ্ছপের গতি কাম্য না হলেও কচ্ছপের বয়সটা পাক প্রিয় প্রজন্ম।  love
প্রজন্মের জন্ম দিন সব সময় মনে থাকে, কারণ একই দিনে আমারও জন্ম দিন যে।  hehe

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।

বয়স-ও  ব্যস্ততা দুটাই বেড়ে যাওয়ার কারণে আগের মত আর অনলাইনে আসা হয়না তবুও যখনই আসি চেষ্টা করি প্রজন্মে একবার ঢুঁ মারার।

শতায়ু হউক প্রজন্ম ফোরাম এ কামনা করছি।

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম। হোক শতায়ু!

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম   hug

ডিজিটাল বাংলাদেশে ত আর সাক্ষরের নিয়ম চালু নাই।সবটায় দেখি বায়োমেট্রিক।তাই আর সাক্ষর দিতে পারলাম না।দুঃখিত।

১০

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন। আমি ফোরামে দিনে গড়ে ২ বার ঢু মারি।

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃজাবেদ হোসেন (২১-০১-২০১৮ ১৩:৫৬)

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

১২

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভজন্মদিন প্রজন্ম ফোরাম।

অফ টঃ বাংলা কীবোর্ড গেলো কই?

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।

আমার জন্য দোয়া করবেন, আমি এখনও অসুস্থ,
দাড়াতে পারিনা, হাটতে পারিনা, অনেক দিন ধরে বিছানায়
GBS virus এ আক্রান্ত

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (২২-০১-২০১৮ ২১:১৮)

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্ম। অভিনন্দন প্রজন্ম পিতা সহ এই পরিবারের সকল সদস্যদের। আমার জীবনে নিঃসন্দেহে প্রজন্ম ইতিবাচক ভূমিকা রেখেছে।  smile

নিজের সম্মানোনা পাওয়া টপিক গুলি থেকে কিছুটা ঘুরে আসলাম। কত মধুর স্মৃতি।  love

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৫

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (২৩-০১-২০১৮ ১২:০১)

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

সেই  ৩১-০১-২০০৭ থেকে ২০১৮ - ১১বছর,
আমি ফোরামে আছি
জন্মদিনে অভিনন্দন প্রজন্ম ফোরাম

১৭

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

ফোরাম ছাড়িনি এখনো কিন্তু

শুভ জন্মদিন ফোরাম

১৮

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন  dancing

১৯

Re: শুভ ১১তম জন্মদিন প্রজন্ম ফোরাম!

শুভ জন্মদিন প্রজন্মের কারখানা ।