টপিকঃ মন খারাপ

subeccha sokol k
amar monta khub kharap. ami ekhon usa te achi. 5 mas holo esechi. kintu valo lage na ek fotaw. sobar jonno kharap lage r tension hoi. eto tension j majhe majhe mone hoi heart fail korbo. valo lage na. tension ki kore kom kora jai bolte paren kew. ami protidin e bangladesh e kotha boli. taw udvot udvot tension hoi

Re: মন খারাপ

হিল্লু আপু...
এতো টেনশন কেন??:-SS

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

Re: মন খারাপ

তাহলে কেন গেলেন সেখানে? আর গিয়েছেনই যখন, মন খারাপ তো প্রথমে হবেই, কি আর করা। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর মন খারাপ হলে চলে আসবেন প্রজন্ম ফোরামে। বাংলায় সবার সাথে আড্ডা দিতে আপনার খারাপ লাগবে না আশাকরি।

বাংলা লেখার প্র্যাকটিস করেন, আর কখনো ভুলেও টেনশন করবেন না। ভাল থাকবেন...

Re: মন খারাপ

আমি যেটা বলি বা বলব সেটা আপনার পছন্দ হবে না। এই থেরাপীর নাম "মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা"। সবাইকে নিয়ে যেহেতু আপনার টেনশন তাই বেস্ট সল্যুশন হচ্ছে এই থেরাপী - সবাইকে ভুলে যান। উদ্দেশ্য না থাকলে বিধেয় ভ্যালুলেস। সো, নো মোর টেনশন অ্যাবাউট সবাই। এবার একজন একজন করে আবার মনে করতে থাকুন আর তার সম্পর্কে ভাল ভাল ব্যাপারগুলো চিন্তা করতে থাকুন (=সুচিন্তা)। টেনশন তথা দুশ্চিন্তা কমে যাবে।

Re: মন খারাপ

টেনশন দুর করার সর্বশ্রেষ্ঠ উপায়:

প্রজন্ম ফোরামের হাসির বাক্সের পোস্টগুলো পড়ে দেখুন। smilelol2

Feed থেকে ফোরাম সিগনেচার, imgsign.com
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: মন খারাপ

এইখানে নিয়মিত আড্ডা দিন আর ঝগড়া করুন=))। দেখবেন মন খারাপ তো দুরের কথা সারাদিন ফোরাম নিয়েই পরে থাকবেন। দেশের বাইরে যারা আছি ফোরামে নিয়মিত ঢু মারি বলেই এখনও টিকে আছি;D। এখানে নিয়মিত হয়ে যান দেখবেন সব ঠিক হয়ে গেছে)+D।

[img]http://fixpc.co.za/iplocator/flag.php[/img] Let's Go BIG!! [img]http://g.imagehost.org/0746/biggrin.gif[/img]

Re: মন খারাপ

মন ভালো করার দাওয়াই আছে আমাদের এই প্রজন্ম ফোরামে, নিয়মিত পোস্ট আর রিপ্লাই করতে থাকেন, বাংলা টাইপ করা অনুশীলন করতে থাকেন, সব ঠিক হয়ে যাবে ইনশা্ল্লাহ্।

রক্তের গ্রুপ AB+

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: মন খারাপ

বিষন্নতা সম্পর্কে এই পোস্টটা পড়ুন আর পদ্দ্বতিগুলো কাজে লাগানোর চেস্টা করুন।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: মন খারাপ

আপু আপনার মত আমার প্রথম প্রথম হয়েছিল। এখন মনে হয় ঠিক হয়ে গেছে। তারপরেও মাঝে মাঝে দেশের কথা খুব মনে পরে। তখন ব্লগ পড়ি, বা পত্রিকা পড়ি। আর প্রজন্ম ফোরাম তো আছেই tongue_smiletongue_smile;q;q। যত রাত হোক একবার করে হলেও ফোরামে ঢু মারি।

১০

Re: মন খারাপ

উর্মিমালা,

নতুন গিয়েছেন তো তাই ওরকম লাগছে! মন খারাপ করে কী হবে? তার থেকে নতুন নতুন মানুষের সাথে মিশুন, স্থানীয় সংস্কৃতির ভালো দিকগুলো বের করে তাতে মিশে যাবার চেষ্টা করুন। আর সময় তো আছেই-মহা বিস্মৃতিকারক! হোমসিকনেস্‌ কে মোটেও পাত্তা দেবেন না shame দেবেন তো ঘাড়ে বসে ফেলে আসা অতীতে টানতে থাকবে। প্রজন্মে সময় কাটান। ভালোই লাগার কথা...আর যদি কিছু সুপ্ত প্রতিভা থেকে থাকে, তাহলে নি:সংকোচে শেয়ার করুন আমাদের সাথে। আশকরি, অতিসত্তর প্রজন্মাসক্তিতে মন খারাপ কর্পূরের মতো উবে যাবে। ভালো থাকবেন।

-------উদাসীন

কিছু বাধা অ-পেরোনোই থাক
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: মন খারাপ

তার থেকে নতুন নতুন মানুষের সাথে মিশুন, স্থানীয় সংস্কৃতির ভালো দিকগুলো বের করে তাতে মিশে যাবার চেষ্টা করুন।                                                                                                     dhonno bad
kintu ekhankar obostha dekhe to matha gorom hoe jai. amar kache to amar moila desh e valo lage. eto poriskar die ki hobe? eto free sobai j vison ososti hoi. khali mone hoi etai ki se des jekhane asar jonno manus eto pagol.

১২

Re: মন খারাপ

উর্মিমালা,
বাংলাটা কি একদমই লিখতে পারছেন না? অভ্র দিয়ে চেষ্টা করে দেখুন। কিছুটা সময় ওখানে ব্যয় করুন। নতুন কিছু শিখলে কেমন অনির্বচনীয় একটা আনন্দ হয়! দেখবেন ভালো লাগবে...কিছু একটা নিয়ে ব্যস্ত থাকুন। যস্মিন দেশে যদাচার! ও নিয়ে খুব মাথা ঘামানোর তেমন কোনো প্রয়োজন নেই..খালি আপনি পরিবর্তিত না হলেই হয় hehe

কিছু বাধা অ-পেরোনোই থাক
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: মন খারাপ

মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে, সকাল থেকে কয়েক ফোটা বৃষ্টি হচ্ছে...........

আমার যখন খুব মন খারাপ হয়, তখন আমি মনে মনে বৃষ্টিতে ভিজি, ভিজতেই থাকি, আমার খুব মনে হয় কেই এসে আমার হাত ধরে আমার সঙ্গে হাটবে......কিন্তু কেউ আসে না.....অপেক্ষায় থাকি.....স্বপ্ন দেখি...দেখতে দেখতে একসময় আমার একটা জগত হয়ে যায়.....

  আচ্ছা তুমিওতো স্বপ্ন দেখো উর্মিমালা তাই না.........কি স্বপ্ন দেখো??

[img]http://i94.photobucket.com/albums/l118/uralponkhee/vv.jpg[/img]

১৪

Re: মন খারাপ

"আজ তোমার মন খারাপ মেয়ে তুমি অন মনে বসে আছো"......ঊর্মিলা এত মন  খারাপ করেন নাতো। সব কিছু আপনার মত করে সাজান। একটা নিজের ভূবন তৈরী  করুন।আর সেখানে শুধুমাত্র পছন্দের মানুষ গুলোকে জায়গা দিন।আপনার অপছন্দের বিষয়গুলো দূরে রাখুন।একবার চেষ্টা করে দেখুন মন ভালো হয়ে যাবে।

আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে, চাঁদকে করি লুট

১৫

Re: মন খারাপ

টাট্টুহর্স লিখেছেন:

"আজ তোমার মন খারাপ মেয়ে তুমি অন মনে বসে আছো"......ঊর্মিলা এত মন  খারাপ করেন নাতো। সব কিছু আপনার মত করে সাজান। একটা নিজের ভূবন তৈরী  করুন।আর সেখানে শুধুমাত্র পছন্দের মানুষ গুলোকে জায়গা দিন।আপনার অপছন্দের বিষয়গুলো দূরে রাখুন।একবার চেষ্টা করে দেখুন মন ভালো হয়ে যাবে।

বুঝতে পারছি ওদের উলঙ্গপনা আপনার ভেতরটাকে খেয়ে ফেলছে; আপনি নীচের বাক্যগুলোর একটা হলেও আপনার জীবনে এ্যাপলাই করে দেখুন; হয়তো কাজ হবে; (ফোরামের বড়ভাইদের প্রতি অনুরোধ ইংরেজী থেকে বাংলায় করে দিতে পারলাম না বলে আমায় ক্ষমা করে দেবেন)
1. If someone says something mean; to you, just shrug it off and dismiss it in a friendly, laidback manner, and pray that Allah shall forgive them. 2. when u get angry, remember Allah, and how short and worthless life is to waste in being Angry.
3. Remember that you can never have too many friends, but you can have few quality friends that help you fulfill the purpose of your creation (i.e. live for Allah)
4. when you're happy, try to share your happiness with others. Thank Allah for that, and pray its continuation
5. when something bad or embarrassing happens to u, just think that it could always be worse, remember the reward of patience, and thank Allah that it;s not worse than it is.
6. do something extra of goodness once in a while, like feeding a poor person, or caressing an orphan's head.
7. never stop believing that you can win Allah's love and thus work For it. Then u can win the love of Allah's slaves.
8. spend some time thinking of Allah's amazing creation
9. always love those who love Allah unconditionally. this way u will ensure that u live for Him, love for Him, and hate for Him (those who are enemies of Him).
10. pray for blessing to come to those being lost, and pray to Allah to guide them to the right path.
11. smile to everyone, for your smile makes a big difference to him or her and u are rewarded.
12. forgive, forget and smile
13. tears are not for women only.. tears r for all human  beings with feelings remaining in them. dont restrain ur tears when remembering Allah
14. never look down on anybody, for, to Allah, they may be better than you
15. send this to all brothers/sisters with the intention of having a healthy society living for Allah and pray.

May Allah shower blessings of his infinate mercy upon us all - Aameen!

ওপরের লেখাটি আমার নয়; আমি এটার ওপর চেষ্টা করি বাস্তব প্রতিফলন ঘটাতে; আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি; আশা করি উনি আপনাকে গাইড করবেন,

রজনীবধুয়া

১৬

Re: মন খারাপ

urmimala লিখেছেন:

subeccha sokol k
amar monta khub kharap. ami ekhon usa te achi. 5 mas holo esechi. kintu valo lage na ek fotaw. sobar jonno kharap lage r tension hoi. eto tension j majhe majhe mone hoi heart fail korbo. valo lage na. tension ki kore kom kora jai bolte paren kew. ami protidin e bangladesh e kotha boli. taw udvot udvot tension hoi

dekhun jonaba
aj porjonto eie morte dusschinta kore keu tension komate pare ni
so apnio parben na
better holo tension ke bostay vore kono mora gange vashie din
jokhon kono tension mone vor korbe tokhon noyon jugon bondho kore relax hoeye boshun ba shue porun
tar por pisone fele asha shokol valo valo sritigulo romanthon korbar cesta korun
dekhben kokhon je sriti majhe dube gesen
chokh jokhon khulbe tokhon nijke shoddo fota shaplar moto panite vashoman khuje paben
tenshion shesh
cesta kore dekhun
dine tin bar
khabar age ba pore je kono shomoy hote pare
amay fee dite hobe na
free chikishsha korlam
bishishtoo chikisshok kina

জোছোনার ছটা মাখিয়ে গায় সুখ নিদ্রা যাবে
স্বপ্ন মাঝে হয়তো তুমি আমরেই খুজে পাবে

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন ZOOM (২০-০৭-২০১১ ১২:৪৪)

Re: মন খারাপ

দূর-পরবাস , মনে হলেই মন খারাব হয়ে যায়

রোযা প্রতেক নর নারির উপর ফরয,তাই আসুন আমরা ফরয আদায় করি।

১৮

Re: মন খারাপ

eto din por ei topic abar jege uthlo ken? Thanks all for the concern. ekhon r mon kharap korar somoi nai, meye dowrer upor rakse.