টপিকঃ রোহিঙ্গা সমস্যা সমাধান।
রোহিঙ্গা ইস্যু বেশ এখন জনপ্রিয়। সবাই এই ইস্যু নিয়েই বেশী কথা বলে।এর সমাধানে নানা সম্মেলন হচ্ছে।কিন্তু এর সমাধান আদৌ কবে হবে আমাদের জানা নেই।তবে দ্রুত এর সমাধান করতেই হবে।বাংলাদেশের উপর এর প্রভাব অনেক বেশী পড়বে।অর্থনৈতিকভাবে বাংলাদেশ পিছিয়ে পড়বে,অন্যায় বৃদ্ধি পাবে,রোগব্যাধি বৃদ্ধি পাবে।
অর্থনৈতিক::অর্থনৈতিকভাবে পেছানোর মুলে থাকবে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু কর্মসংস্থান তৈরী না হওয়া।রোহিঙ্গারা আমাদের দেশে অনেক বেশীই চলে আসছে।বহিঃবিশ্ব তা কতটুকু আমলে নিচ্ছে?আর তারা ঠিক আমাদের জনসংখ্যার সাথে যুক্ত হয়ে গেছেন।যার কারণে তাদের চাহিদাও সরকারকে মিটাতে হচ্ছে,যা বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে আরো বেশী সমস্যা হবে।
অন্যায় বৃদ্ধি::আসলে বলেনা অলস দেহ শয়তানের মাথা।বাংলাদেশের উপকূলে মানুষের জীবন-মান এমনিতেই কষ্টের।তার উপর রোহিঙ্গারা এদেশে আশ্রয় নিচ্ছে।কথাটা বলছি নিজের দেশকে নিয়ে অবশ্যই ভাবি বলে।তারা শ্রমবাজারে প্রভাব ফেলবে।তারা স্থানীয় এলাকায় কম মূল্যে শ্রমিক হবে।কাজেই আমাদের দেশিয় মানুষ কর্ম অক্ষম হবে।যা কিনা সন্ত্রাস ডাকাতি আর চাঁদাবাজীতে রুপ নিবে।ইতিমধ্যে তা আমরা দেখেছি
রোগব্যাধি বৃদ্ধি::আসলে রোহিঙ্গারা তাদের সাথে অনেক রোগব্যাধি বহন করে আনছে।যা কিনা অনেক ভয়ানক।HIV এইডস অন্যতম যা কিনা ছড়াতে পারে বাংলাদেশেও।তাছাড়া বন-জঙ্গল থাকার কারণেও অনেক প্রকার রোগ বহন করে আনছে তারা।যা কিনা বাংলাদেশের জন্য হুমকি স্বরুপ।
আসুন বিশ্ব এক হয়,রোহিঙ্গারা ইস্যু সমাধান হোক।