টপিকঃ ড্রাগন ফল
ফলের নাম : ড্রাগন ফল
ইংরেজি নাম : Pitaya, Dragon Fruit
বৈজ্ঞানিক নাম : Hylocereus undatus
এই ফল মূলত ড্রাগন ফল হিসেবে পরিচিত।
চীনের লোকেরা এটিকে ফায়ার ড্রাগন ফ্রুট এবং ড্রাগন পার্ল ফ্রুট বলে।
ভিয়েতনামের লোকেরা বলে সুইট ড্রাগন।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মানুষ একে বলে ড্রাগন ফ্রুট।
থাইল্যান্ডে এর নাম ড্রাগন ক্রিস্টাল।
কয়েক দিন আগে শ্বশুর মশাইয়ের ছাদ বাগানে এই ড্রাগন ফল জন্মে ছিলো কয়েকটি। একটি পাঠিয়েছিলো আমার জন্য। তারই ছবি তুলেছি।