সর্বশেষ সম্পাদনা করেছেন mohabbatrlb (১২-০৮-২০১৭ ০১:৩৫)

টপিকঃ Windows 10 তে homegroup নিয়ে সমস্যার সমাধান চাই।

আমি আমার তিনটি পিসিতে homegroup করেছিলাম আমার অপারেটিং সিস্টেম হলো তিনটিতেই Windows 10. তিনটি পিসি থেকে homegroup রিমোভ করে নতুন homegroup করতে গিয়ে সমস্যায় পড়েছি। তিনটি পিসিতেই দেখাচ্ছে "You've been invited to join a homegroup"। এখন কি করবো একটু পরামর্শ দিলে উপকৃত হবে।

Re: Windows 10 তে homegroup নিয়ে সমস্যার সমাধান চাই।