টপিকঃ HSCরেজাল্ট মার্ক(নৈর্ব্যক্তিক,সাবজেক্টিভ,প্র্যাকটিক্যাল আলাদা করে)পাব?
শুভ সন্ধ্যা। কেউ আমাকে ইন্টার পরীক্ষার ফলাফল দেখার সাইটের খোঁজ দিতে পারেন যেখানে মার্কসহ এবং অবশ্যই তা অবজেক্টিভ, সাবজেক্টিভ ও প্র্যাকটিক্যাল আলাদা আলাদা করে দেখাবে? আমার পরিচিত একজন বলল এরকম সাইট নাকি আছে। সে কোনো একটি সাইবার ক্যাফে থেকে রেজাল্ট দেখেছিল। কিন্তু বর্তমানে শহর থেকে বেশ দূরে থাকায় মফস্বল এলাকায় এরকম সাইবার ক্যাফে পেলাম না। কেউ যদি এরকম সাইটের খোঁজ জেনে দিতে পারেন উপকার হতো। অগ্রিম ধন্যবাদ।