টপিকঃ চশমা পরলে নাকের বাম পাশ জ্ব্লে

আমি চোখের প্রবলেম এর কারনে চশমা পরি। কিন্ত্ন চশমা পরলে নাকের বাম পাশ জলাপুড়া করে। এর কনো সমাধান আছে কি?

সর্বশেষ সম্পাদনা করেছেন রাব্বি ৭১ (১৯-০৮-২০১৭ ১০:১৮)

Re: চশমা পরলে নাকের বাম পাশ জ্ব্লে

এই সমস্যা আমারও ছিলো যখন চশমা পড়তাম। অনেকদিন হলো চশমা পড়ি না। নাকের উপর চশমার দাগ পড়ে গিয়ে অনেক সময় ঐ জায়গায় জ্বালাপোড়া করতো। কানের পিছনেও জ্বালাপোড়া করতো। চশমার উপরে চরম বিরক্তি ধরে যাওয়ায় বছরখানেক আগে একদিন হাসপাতালে গিয়ে ল্যাসিক অপারেশন করে ফেলি। কি যে ভালো কাজ করেছিলাম। সারাজীবনের অন্যতম সেরা কাজ ছিলো এটা আমার জীবনে। এখন চোখের দৃষ্টি স্বাভাবিকের চেয়েও বেশি।

আপনি আপনার চোখের সমস্যার জন্য যে কয়টি কাজ করতে পারেন সেগুলো হলো:

১. ভালো ও হালকা চশমা ইউজ করুন। এমন চশমা ইউজ করুন যাতে আপনার নাকের উপর চাপ কম লাগবে।

২. ত্বকের এলার্জিজনিত কারনেও জ্বালাপোড়া করে। এলার্জির চিকিৎসা হিসেবে ভালো অয়েলমেন্ট ব্যাবহার করতে পারেন।

৩. চশমার কাচের দুই পাশে নাকের উপর বসার জন্য দুটো মেটাল পার্টস থাকে। এগুলো বেশি যন্ত্রনা দেয়। চশমা কেনার সময় লক্ষ্য রাখবেন যাতে এতে ফোম জাতীয় কিছু ব্যাবহার করা করা হয়।

৪. মাঝে মাঝে চশমা খুলে নাকের উপর অঙ্গুল দিয়ে ম্যাসাজ করুন। এতে ব্লাড সার্কুলেশন ভালো হবে।

৫. প্রচুর পানি পান করুন।

৬. চশমা খুব বেশি ঝামেলার মনে হলে চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশনে চলে যান আমার মতো।