টপিকঃ বার্তা'র ঘর বড়/ছোট করা
ফোরামে পোস্ট করার সময় 'বার্তা' কক্ষটির সাইজ নিয়ে একাধিক সমস্যা ছিল। কারও কারও জন্য সেটি ছোট আবার বড় করলেও কারও কারও জন্য সমস্যা। এর একটি সমাধান আজকে সম্ভবত হল।
এখন থেকে আপনার লেখার বড় হলে সহজেই টেক্সট এরিয়া (যেখানে লিখছেন) বড় করা যাবে। নিচের ছবির মতো ক্লিক এন্ড ড্র্যাগ করে বড় ছোট করা যাবে।ছবিতে লাল দাগের মধ্যের অ্যাশ রঙ্গের দাগটি ধরে বড় ছোট করা যাবে।
আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করতে Ctrl + F5 চাপুন। অন্যথায় নতুন সুবিধাটি নাও দেখতে পারেন।
ধন্যবাদ।
what to do?