টপিকঃ ছবি আপলোড করুন ফোরামে ... (একটি ছবি সর্বোচ্চ ২০০ কি.বা.)
ছবি আপডেট করতে হয় কেমন করে? আমার নিজের বানানো কয়েকটা ছবি আছে।
আপডেট=আপলোড বুঝিয়েছেন ধরে নিচ্ছি।
ছবি আপলোড করতে মেসেজ বাক্সের নিচে Image Upload যোগসূত্রে ক্লিক করুন..... তারপর আপলোডের পরে প্রদত্ত সেই মেসেজটি কপি করে আপনার মেসেজে দিলেই ছবি দেখা যাবে।
তবে একটু কেরামতি করতে চাইলে মেসেজটা এডিট করে নিবেন। দেখেন... এখন পুরা ছবিই দেখাচ্ছে।