টপিকঃ আমার নাম পরিবর্তন করতে চাই
আমার নাম পরিবর্তন করতে চাই । একটু সাহায্য করবেন ? নতুন নাম চাই noyonbd অথবা নয়ন৯২
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » আমার নাম পরিবর্তন করতে চাই
আমার নাম পরিবর্তন করতে চাই । একটু সাহায্য করবেন ? নতুন নাম চাই noyonbd অথবা নয়ন৯২
নাম কি পরিবর্তন করা যায়?
জানা দরকার।
জেনে রাখলে ভালো।
আমার নাম পরিবর্তন করতে চাই । একটু সাহায্য করবেন ? নতুন নাম চাই noyonbd অথবা নয়ন৯২
মডারেটরদের সাহায্য নিন।উদাসীন ভাইয়া একজন মডারেটর।তার সাথে কথা বলতে পারেন।সাহায্য করবে।
নাম কি পরিবর্তন করা যায়?
জানা দরকার।
জেনে রাখলে ভালো।
দেখুনঃ
২) ইউজারনেম সংক্রান্ত নিয়মাবলী:
১) কোন ইউজার যদি তার ইউজারনেম ব্যবহার করে লগিন করতে সমস্যায় পড়ে শুধুমাত্র সেক্ষেত্রেই তার নাম পরিবর্তন করা যেতে পারে। স্বাভাবিক অবস্থায় নাম পরিবর্তন করা যাবে না।
২) বিশেষ ক্ষেত্রে নাম পরিবর্তন করলেও পাশাপাশি কোন নামে পরিবর্তন করতে হবে যাতে সহজেই চিহ্নিত করা যায়। যেমন বিপ্র থেকে বিপ্রতীপ।
৩) ইংরেজি থেকে বাংলাতে রূপান্তরের ক্ষেত্রে অবশ্য এ বিষয়ে ছাড় থাকবে। তবে একবার বাংলায় রুপান্তরের পর ১-২ এর বিষয়টি কার্যকর হবে।
৪) কোন ব্যক্তি একাধিক ইউজার নেম ব্যবহার করে ফোরামে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে ফোরাম কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
৫) ইউজারনেম অবশ্যই সুন্দর, সহজে পঠনযোগ্য হতে হবে
৫.১) ফোরামের প্রশাসন, মডারেটর বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝাতে পারে এমন কোন ইউজারনেম ব্যবহার করা যাবে না। যেমন: - এডমিন, root ইত্যাদি।
৫.২) মানুষের ধর্মীয় অনুভুতিকে আঘাত করে এরকম নাম নেয়া যাবে না (যেমন: আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর ইত্যাদি)
৫.৩) বিখ্যাত ব্যক্তিদের নাম দিয়ে নিবন্ধন করা যাবে না (যেমন: আইনস্টাইন, আইজাক আসিমভ, নিউটন, শেক্সপিয়ার... ইত্যাদি) । তবে যদি ব্যবহারকারীর নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল থাকে, তবে সেটা বিবেচনা করা হতে পারে। অপর কোন গুরুত্বপূর্ণ পক্ষকে উপস্থাপন করে বা অন্য কোন পক্ষের প্রতিনিধিত্ব বোঝায়, অনুমতি ছাড়া সেরকম নামও ব্যবহার করা যাবেনা।
৫.৪) অপর কোন সদস্যকে ব্যঙ্গ করে কোন নাম নেয়া যাবে না।
৫.৫. অশ্লীল কোন নাম বা কোন অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এরকম নাম নেয়া যাবে না।
৬) ফোরমের প্রয়োজনে ফোরাম প্রশাসন আপনার অন্যান্য তথ্যের পাশাপাশি ইউজারনেম, পাসওয়ার্ডও পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
বললাম না,উদাসীন ভাইয়া সাহায্য করবে।
ধন্যবাদ উদাসীন ভাইয়া
আমার নাম পরিবর্তন করতে চাই ।
বাংলা নাম পরিবর্তণ করা যায় না।
নাম পরিবর্তণের সুযোগ থাকলে ভাল ই হতো ।
নাম পরিবর্তণের সুযোগ থাকলে ভাল ই হতো ।
আপনি চাইলে ইংরেজী থেকে বাংলায় একবার নাম পরিবর্তনের সুযোগ পাবেন, সেক্ষেত্রে নিয়ম শিথীলযোগ্য।
তবে প্রথমবার পরিবর্তনের পর থেকে নাম পরিবর্তনের সকল নিয়ম পুনরায় বহাল থাকবে।
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » আমার নাম পরিবর্তন করতে চাই
০.০৬১০৫৯৯৫১৭৮২২২৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৩৯২৩৮৮৫৯২১৩৪ টি কোয়েরী চলেছে