টপিকঃ নাগেশ্বর

বাংলা নাম : নাগেশ্বর
ইংরেজি নাম : Ceylon ironwood, Indian rose chestnut, Cobra's saffron.
বৈজ্ঞানিক নাম : Mesua ferrea
সংস্কৃত নাম : নাগচম্পা বা নাগকেসর [“কাগকেশর” নামে সম্পূর্ণ ভিন্ন আরেকটি গাছ রয়েছে]
অন্যান্য নাম : জানা নেই।

http://i.imgur.com/6bkWULVh.jpg

এক প্রকার চিরসবুজ বৃক্ষ। এটি শ্রীলঙ্কার স্থানীয় বৃক্ষ। ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে প্রচুর দেখা যায়। বাংলাদেশেও এই গাছ প্রচুর দেখা যায়। মোট কথা সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি প্রচুর দেখা যায়। সাগর সমতলের ১০০০ থেকে ১৫০০ মিটার উঁচুতেও এটি জন্মাতে পারে।

http://i.imgur.com/XNH6wY2h.jpg

নাগেশ্বর শোভাবর্ধক চিরসবুজ গাছ, গাছে প্রচুর পাতা হয়। পাতাগুলো সরু ও বল্লমাকৃতির। পাতার রঙ গাঢ় সবুজ। কচি পাতা দেখে মনে হয় রঙ্গের ছোপ লেগেছে গাছের উপরে। এই গাছের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর নতুন নতুন পাতা গজানো। পাতার বিন্যাস ঘনবদ্ধ ফলে নাগেশ্বর গাছ বেশ ছায়া সুনিবিড় হয়।

http://i.imgur.com/uu4UrgIh.jpg


http://i.imgur.com/G1P0fvEh.jpg

নাগেশ্বর গাছ প্রায় ১০০ ফুট পর্যন্ত লম্বা হযতে পারে আর গাছের গুঁড়ির পরিধি প্রায় ২ মিটার হতে পারে। এদের কাণ্ড থেকে আঠা পাওয়া যায়। এই গাছের কাঠ বেশ শক্ত হয়। কাঠের রঙ লাল। বীজ থেকে সহজেই চারা জন্মে ছোট চারা দেখতে হুবুহু ছোট লিচু চারার মত হয়। নাগেশ্বর গাছ খুবি ধীর গতিতে বড় হয়। ফুল আসতে বেশ কয়েকবছর সময় লাগে।

http://i.imgur.com/ZakAB5Vh.jpg


http://i.imgur.com/GLJ096Lh.jpg

নাগেশ্বরের আদি নিবাস শ্রীলঙ্কা। ১৯৮৬ সালে এটিকে সে দেশের জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয়। শ্রীলঙ্কায় নাগেশ্বর গাছ 'না' বৃক্ষ বলে পরিচিত।

http://i.imgur.com/r1yBtB3h.jpg


http://i.imgur.com/ewnCoZuh.jpg


http://i.imgur.com/TPI4E3rh.jpg

বয়স্ক গাছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে ফুল ফোটে। তবে নাগেশ্বর ফুল সবচেয়ে বেশি ফোটে বসন্তকালে। কিছু কিছু গাছে বর্ষায়ও ফুল ফুটতে দেখা যায়। নাগেশ্বর ফুল সুগন্ধিযুক্ত। ফুলগুলি দুধ সাদা ও কিছু কিছু গাছে হালকা গোলাপী রঙ্গের হয়ে থাকে। ফুলের ব্যাস ৩ থেকে ৪ ইঞ্চি। প্রতিটি ফুলে চারটি বড়বড় কিছুটা কোঁকড়ানো পাপড়ি থাকে।

http://i.imgur.com/cCts5fzh.jpg


http://i.imgur.com/RlAlQbbh.jpg


http://i.imgur.com/mWX5Kclh.jpg


http://i.imgur.com/7sxqr5Ih.jpg


http://i.imgur.com/rZpsrgYh.jpg
পাপড়ির রং সাদা ও হালকা গোলাপী হলেও ফুলের মাঝ খানে অসংখ্য হলদে সোনালী রংঙ্গের পুংকেশর থাকে। একেবারে কেন্দ্রে থাকে গর্ভকেশর। অর্থাৎ ফুলগুলো উভয় লিঙ্গিক। পূজার উপকরণে এ ফুল কাজে লাগে। নাগেশ্বরের ফুল ভেষজগুণেও অনন্য।

http://i.imgur.com/devNysuh.jpg


http://i.imgur.com/DjTDB0hh.jpg


http://i.imgur.com/65t4j3Dh.jpg


http://i.imgur.com/e8FrODah.jpg

নাগেশ্বর গাছে সেপ্টেম্বর মাসে ফল হয়। ফলগুলি দেখতে অনেকটা আমাদের দেশি গাবের মত। ফলের আকার ১ থেকে ১.২৫ ইঞ্চি। ১ থেকে ৪টি বীজ হয়। বীজের রঙ ধূসর।
http://i.imgur.com/VWPToZih.jpg

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, নমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান।
তারিখ : ০৬/০৩/২০১৭ ইং, ১৪/০৩/২০১৭ ইং ও ১০/০৪/২০১৭ ইং,
সূত্র : নিজ, উইকি, অন্যান্য।

2 minutes and 35 seconds after:

৩/ গোলাপ নামা
পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রাজাতির গোলাপ ফুল রয়েছে। এই সমস্ত প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন উপ-প্রজাতি। সব মিলিয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে পৃথিবী জুড়ে। সেই সব গোলাপের পরিচয় পর্ব নিচের টপিক গুলিতে।
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০১
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০২
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০৪
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০৫
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০৭
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০৮
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ১০
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ১১
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ১৩
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ১৪
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল : পর্ব ১৫চলবে......

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

Re: নাগেশ্বর

নাগলিঙ্গম নামে অন্য একটি প্রজাতি রয়েছে। অর্থাৎ, নাগেশ্বর, নাগকেশর ও নাগলিঙ্গম তিনটি ভিন্ন প্রজাতি। নাগেশ্বর হলো শ্রীলঙ্কার জাতীয় ফুল। ১৯৮৬ সালে এটিকে জাতীয় ফুল বলে ঘোষণা করা হয়।

  “যাবৎ জীবেৎ সুখং জীবেৎ, ঋণং কৃত্ত্বা ঘৃতং পিবেৎ যদ্দিন বাচো সুখে বাচো, ঋণ কইরা হইলেও ঘি খাও.

Re: নাগেশ্বর

সমালোচক লিখেছেন:

নাগলিঙ্গম নামে অন্য একটি প্রজাতি রয়েছে। অর্থাৎ, নাগেশ্বর, নাগকেশর ও নাগলিঙ্গম তিনটি ভিন্ন প্রজাতি। নাগেশ্বর হলো শ্রীলঙ্কার জাতীয় ফুল। ১৯৮৬ সালে এটিকে জাতীয় ফুল বলে ঘোষণা করা হয়।

নাগলিঙ্গম ফুল
https://c2.staticflickr.com/6/5818/22243801304_381f689da2_b.jpg

নাগকেশর
http://www.flowerspicture.org/enlarge/o/ochrocarpos-longifolius.jpg

নাগেশ্বর
http://i.imgur.com/6bkWULVh.jpg

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

Re: নাগেশ্বর

চমৎকার!

দস্যু ভাই একটা ম্যাক্রো ল্যান্স কেনেন। জাতীর উপকার হবে!

সোভা বর্ধক...ধুর। "খেতে পারি" এমন ফল গাছে না হলে, আমার ডিকসিনারিতে সেটা গাছ নয়, আগাছা!  lol

Re: নাগেশ্বর

সদস্য_১ লিখেছেন:

চমৎকার!

দস্যু ভাই একটা ম্যাক্রো ল্যান্স কেনেন। জাতীর উপকার হবে!

সোভা বর্ধক...ধুর। "খেতে পারি" এমন ফল গাছে না হলে, আমার ডিকসিনারিতে সেটা গাছ নয়, আগাছা!  lol

ধন্যবাদ সদস্য ভাই।
ম্যাক্রো ল্যান্স!! আগে একটা ক্যামেরা টাকা যোগার করি, পরে।  dream
গাছের ব্যাপারটা মজারু হইছে   big_smile

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

Re: নাগেশ্বর

তথ্যবহুল লেখা এবং ছবিগুলো দেখে ভালো লাগল। আবারো মরুভূমির জলদস্যু ভাইকে ধন্যবাদ জানাই।

গাই বাংলার জয়গান

Re: নাগেশ্বর

লেডিমাস্তান লিখেছেন:

তথ্যবহুল লেখা এবং ছবিগুলো দেখে ভালো লাগল। আবারো মরুভূমির জলদস্যু ভাইকে ধন্যবাদ জানাই।

স্বাগতম আপনাকে।  মন্তব্যের জন্য ধন্যবাদ।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।