Re: শুভ ১০ম জন্মদিন প্রজন্ম ফোরাম
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » শুভ ১০ম জন্মদিন প্রজন্ম ফোরাম
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম। প্রজন্ম ফোরামের ১০তম জন্মদিন উপলক্ষে একটা মিটআপের আয়োজন করা গেলে মন্দ হতো না। শত ব্যস্ততার মধ্যেও জয়েন করার চেষ্টা করতাম। তবে কথা হলো আয়োজনের দায়িত্বটা ব্যস্ততার অজুহাতে আমরা কেউ নিলাম না।
অনেককেই দেখছি কিন্তু চিনি না!
গত মিটাপে কিন্তু এবারেরটা নিয়ে বেশ উৎসাহ ছিলো। তবে গত এক বছরে ফোরামের প্রাণটাই কেমন নির্জীব হয়ে গেছে।
প্রজন্ম ফোরামের জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।শুভ ১০ম জন্মদিন প্রজন্ম ফোরাম।সবসময় সাথে আছি এবং থাকব ইন শা আল্লাহ।
আহা কতদিন পর কোন বাংলা ফোরামে কমেন্ট করছি। ইমেইলটা পেয়ে আর থাকতে পারলাম না, লগিন করলাম পুরনো একাউন্ট দিয়েই। শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।
ক্যামনে ক্যামনে ১০ বছর হয়ে গেল !
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।
দেখতে দেখতে সময় চলে যায়, পরিচিত মুখ সব হারিয়ে যায়...
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।
খুব কম দিনই আছে যে দিন প্রজন্ম ফোরামে ঢুকা হয় না। মন্তব্য করি না বা লেখি না তা অবশ্য অন্য ব্যপার। আমি জানি (প্রমাণ আছে) আমার মত আরও অনেকেই এরকম নীরবে প্রজন্ম ফোরামে ঘুরে বেড়ান।
প্রজন্মের মায়া বড় বেশি।
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!! এত্ত বছর হয়ে গেল!! অনেক বছর পর লগইন করলাম!!
শুভ জন্মদিন প্রিয় প্রজন্ম ফোরাম
লেট শুভ জন্মদিন প্রজন্ম
আগামী ৩০শে জানুয়ারী ফোরামে আমারও ১০ বৎসর পুর্ন হবে
১০ বছর অনেক লম্বা সময় ৷ বিশেষতঃ যখন সেটা কোন বাণিজ্যিক ফোরাম নয়৷
১০ বছর পার করার জন্য অভিনন্দন ও আগামীর জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা৷
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
প্রজন্ম ফোরামকে দশম জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা ...অবশ্য দেখতে দেখতে আমারো আজকে ফোরামে যোগ দেওয়ার সাত বছর পূর্ণ হইলো
এই টপিকে অনেক পুরোনো পাপীকে দেখে ভালো লাগছে, তারা সামান্য নিয়মিত হইলে আরো ভালো লাগতো
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » শুভ ১০ম জন্মদিন প্রজন্ম ফোরাম
০.০৩৮৯০৫৮৫৮৯৯৩৫৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৩.০৯০৩৯২১১১৯২৩ টি কোয়েরী চলেছে