Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
চারিদিক কেমন যেন দুর্বিষহ হয়ে উঠেছে
কি হইল?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
চারিদিক কেমন যেন দুর্বিষহ হয়ে উঠেছে
কি হইল?
mizvibappa লিখেছেন:চারিদিক কেমন যেন দুর্বিষহ হয়ে উঠেছে
কি হইল?
এ আর নতুন কী? এতদিন হয় নাই, এই তো চরম আশ্চর্য!!
না উড়ন্ত মেঘ না বহমান সমুদ্র
অভিলাষ মাহমুদ
কিশোর বেলায় রোজ দুপুরে
প্রার্থনা করতাম উড়ন্ত মেঘ হতে আকাশের বুকে।
আমার ইশকুলের বই ঘরের পিছ কুলে রেখে অচেনা কোন বিলে গিয়ে দেখতাম
শাদা বকেরা উড়ে যেত ঐ উড়ন্ত মেঘেদের দেশে।
ইশকুল পলানো ধরা পড়ে গিয়ে
কতো বার যে বকুনি আর মার খেয়েছি মায়ের।
কিশোর বেলা পেরোতে পেরোতে
কোনো একদিন বৈকালিক ভ্রমণে গিয়েছিলাম সীতাকুণ্ডু পাহাড়ে।
অজানা অচেনা কোনো এক উঠতি তরুণ শিল্পী
এঁকেছিল মায়াবী এক বহমান সমুদ্র।
সেই সময় উড়ন্ত মেঘ হবার বাসনাকে খুন করে চেয়েছিলাম বহমান সমুদ্র হতে।
অনেক বার বৃথা চেষ্টা করেছিলাম।
কিছুই হতে পারি নি।
না উড়ন্ত মেঘ না বহমান সমুদ্র।
০১৮৫৬৭১২৯৬৭
এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর
নিউজচিটাগাং২৪
না উড়ন্ত মেঘ না বহমান সমুদ্র
অভিলাষ মাহমুদকিশোর বেলায় রোজ দুপুরে
প্রার্থনা করতাম উড়ন্ত মেঘ হতে আকাশের বুকে।
আমার ইশকুলের বই ঘরের পিছ কুলে রেখে অচেনা কোন বিলে গিয়ে দেখতাম
শাদা বকেরা উড়ে যেত ঐ উড়ন্ত মেঘেদের দেশে।
ইশকুল পলানো ধরা পড়ে গিয়ে
কতো বার যে বকুনি আর মার খেয়েছি মায়ের।
কিশোর বেলা পেরোতে পেরোতে
কোনো একদিন বৈকালিক ভ্রমণে গিয়েছিলাম সীতাকুণ্ডু পাহাড়ে।
অজানা অচেনা কোনো এক উঠতি তরুণ শিল্পী
এঁকেছিল মায়াবী এক বহমান সমুদ্র।
সেই সময় উড়ন্ত মেঘ হবার বাসনাকে খুন করে চেয়েছিলাম বহমান সমুদ্র হতে।
অনেক বার বৃথা চেষ্টা করেছিলাম।
কিছুই হতে পারি নি।
না উড়ন্ত মেঘ না বহমান সমুদ্র।০১৮৫৬৭১২৯৬৭
এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর
নিউজচিটাগাং২৪
এখানে না দিয়ে নতুন টপিক খুলে দেন
না উড়ন্ত মেঘ না বহমান সমুদ্র
অভিলাষ মাহমুদকিশোর বেলায় রোজ দুপুরে
প্রার্থনা করতাম উড়ন্ত মেঘ হতে আকাশের বুকে।
আমার ইশকুলের বই ঘরের পিছ কুলে রেখে অচেনা কোন বিলে গিয়ে দেখতাম
শাদা বকেরা উড়ে যেত ঐ উড়ন্ত মেঘেদের দেশে।
ইশকুল পলানো ধরা পড়ে গিয়ে
কতো বার যে বকুনি আর মার খেয়েছি মায়ের।
কিশোর বেলা পেরোতে পেরোতে
কোনো একদিন বৈকালিক ভ্রমণে গিয়েছিলাম সীতাকুণ্ডু পাহাড়ে।
অজানা অচেনা কোনো এক উঠতি তরুণ শিল্পী
এঁকেছিল মায়াবী এক বহমান সমুদ্র।
সেই সময় উড়ন্ত মেঘ হবার বাসনাকে খুন করে চেয়েছিলাম বহমান সমুদ্র হতে।
অনেক বার বৃথা চেষ্টা করেছিলাম।
কিছুই হতে পারি নি।
না উড়ন্ত মেঘ না বহমান সমুদ্র।০১৮৫৬৭১২৯৬৭
এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর
নিউজচিটাগাং২৪
চমৎকার লিখেছেন ,
** নিউজচিটাগাং২৪ এটা চট্টগ্রামের কোন জায়গায়?
এতদিন হয় নাই, এই তো চরম আশ্চর্য!!
হুমম তা ঠিক। সবই আন্ধার আন্ধার দেখি
অনেক ছোলা বুট দিয়ে মুড়ি মাখা খেলাম ৷
অনেক ছোলা বুট দিয়ে মুড়ি মাখা খেলাম ৷
বংগদেশে কি আগেই রমজান চলে আসল? আগে থেকেই সংযম পালন কচ্চেন? ভাল, ভাল। আপনার অবশ্য সারা ্বছরই সংযম পালন করার দরকার
ফোরাম স্প্যাম মুক্ত করার জন্য ইলিয়াস ভাই এখন কড়া এ্যাকশনে।
কত জন যে ক্রসফায়ারে যাবে ভাবছি
কত জন যে ক্রসফায়ারে যাবে ভাবছি
এরকম স্প্যামকারীদের দরকার আছে। ফোরামের এডু মডুদের এক্টিভ রাখার জন্য ভালোই ভূমিকা রাখে
অনেকদিন হলো ফোরামে কোন স্পেমিং করিনা
পাঁড় টেনিস ভক্তদের জন্য আজ ও আগামীকাল দুই দিন স্বপ্নের মত।
আজ উইলিয়ামস বোনেরা অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে মুখোমুখি হবে।
আগামীকাল প্রিয় ফেড এক্সপ্রেস রাফার মুখোমুখি হবে।
গত ৬-৭ বছরে কখনো মনে হয়নি এমনটি আবার হতে পারে। মনে হচ্ছে টাইম মেশিনে চড়ে ২০১০ এ চলে গেছি।
mizvibappa লিখেছেন:চারিদিক কেমন যেন দুর্বিষহ হয়ে উঠেছে
কি হইল?
mizvi back in form
অমিত ০০৭ লিখেছেন:কি হইল?
mizvi back in form
হ ভাই, মিজভী'দা ভাল থাকলেই বরং আমরা অবাক হই
সবাই কেমন আছেন? অনেকদিন পর।
প্রেসিডেন্ট বললেন, যুদ্ধ করলে ব্যাঙা হয়ে যাবেন।
ফারুক চোখমুখ লাল করে বললেন, ব্যাঙা হয়ে যাব মানে কি?
ওপর থেকে যখন বোমা পড়বে তখন ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে যাবেন।
ফারুক বলেন, জটিল সময়ে আপনার তৃতীয় শ্রেণীর রসিকতা আমার খুবই অপছন্দ।
দেয়াল পড়তে গিয়ে এই লাইনগুলো পড়ে বিরাট হাসি পেল।
http://twitter.com/JustinTrudeau/status … 0265762816
https://twitter.com/Twitter/status/825513865794293761
সবাই কেমন আছেন?
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
০.১০৮৫০৬৯১৭৯৫৩৪৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৯০.২১২৬০৫৬১০৪৯৯ টি কোয়েরী চলেছে